JOIN & SUBSCRIBE

মৃত্তিকার ক্ষয় ও মৃত্তিকা অবনমনের পার্থক্য

মৃত্তিকার ক্ষয় ও মৃত্তিকা অবনমনের পার্থক্য

বিষয় মৃত্তিকার ক্ষয় মৃত্তিকার অবনমন
সংজ্ঞা প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে মৃত্তিকা কণা সমূহের স্থানান্তর কে মৃত্তিকার ক্ষয় বলে। প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে মৃত্তিকার গুণগতমান হ্রাস ঘটলে তখন তাকে মৃত্তিকার অবনমন বলে।
কারণ বৃষ্টিপাতের আধিক্য, তীব্র বায়ুপ্রবাহ, অনিয়ন্ত্রিত পশুচারণ, বনভূমি ধ্বংস ইত্যাদি। অতিরিক্ত জলসেচ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ, অতিরিক্ত অজৈব সারের ব্যবহার ইত্যাদি।
নির্ভরশীলতা ইহা মৃত্তিকা অবনমনের উপর নির্ভরশীল নয়। ইহা মৃত্তিকার ক্ষয় উপর নির্ভরশীল।
সময় ইহা দ্রুত সংগঠিত হয়। ইহা ধীরে ধীরে সংগঠিত হয়।
প্রক্রিয়া রিল ক্ষয়, সির্চ ক্ষয় ইত্যাদি অমলত্ব, ক্ষারত্ব ও লবণাক্তকরণ।
অনুধাবন এটি সহজে বোঝা যায় পরীক্ষার মাধ্যমে এটি সনাক্ত করতে হয়।

Related Questions ⁉️

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url