C:N অনুপাত বলতে কী বোঝো?
C:N অনুপাত বলতে কী বোঝো?
কোন মাটিতে বা জৈব পদার্থের কার্বন ও নাইট্রোজেনের মোট ওজনের অনুপাতকে কার্বন নাইট্রোজেন অনুপাত বা C:N অনুপাত বলে।
পরিমাণ
কৃষি জমিতে এই পরিমাণ 8:1 থেকে 15:1 হয়।
বৈশিষ্ট্য
1. এই অনুপাত শুষ্ক মাটিতে কম ও আর্দ্র মাটিতে বেশি হয়।
2. নিচের স্তরের মাটি অপেক্ষা পৃষ্ঠস্তরের মাটিতে বেশি থাকে।