মৃত্তিকা ও মৃত্তিকার স্তর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - দ্বাদশ শ্রেণী ভূগোল

1. সোলা়ম (Solum) কাকে বলে?

মৃত্তিকার A ও B স্তরকে একত্রে সোলাম বা মৃত্তিকার দেহ বলে।

বৈশিষ্ট্য :
১. এটি মাটির শিথিল ও ঝুরঝুরে স্তর।
২. এটি হিউমাস সমৃদ্ধ হয়।
৩. অপরিণত মাটিতে কখনো সোলাম তৈরি হয়না।
গুরুত্ব :
এটি গাছের খাদ্য ভান্ডার ও জীবজন্তুর বাসগৃহ রূপে অবস্থান করে।

2. পৃষ্ঠ মৃত্তিকা বা Topsoil কাকে বলে?
মৃত্তিকা পরিলেখের উপরিভাগের O ও A স্তরকে পৃষ্ঠ মৃত্তিকা বলে।

বৈশিষ্ট্য :
১. এটি ভূপৃষ্ঠ থেকে 20 - সেমি গভীর হয়।
২. এখানে উদ্ভিদের পুষ্টি মৌল ও জল সঞ্চিত থাকে।
৩. এখানে মাটির উর্বরতা, উৎপাদনশীলতা ও ক্ষয় বেশি হয়।

3. অন্ত মৃত্তিকা বা Subsoil কাকে বলে?
মৃত্তিকা পরিলেখের B স্তরকে অন্তমৃত্তিকা বলে।

অবস্থান :
এটি A ও C স্তরের মাঝে থাকে।

বৈশিষ্ট্য:
১. এখানে পুষ্টিমৌল, জল ও বায়ুর ও অভাব দেখা যায়।
২. এখানে জলনিকাশির হার বেশি।
৩. এখানে মানুষের কার্যাবলীর প্রভাব থাকেনা।

4. কর্তিত পরিলেখ কাকে বলে?
বিভিন্ন কারণে মৃত্তিকা পরিলেখের উপরের স্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হলে এই কেটে যাওয়া মৃত্তিকা পরিলেখকে কর্তিত পরিলেখ বলে।

কারণ :
ভূ আলোড়নের ফলে ভূমি উলম্ব ভাবে উত্থিত হলে এটি সৃষ্টি হয়।
উদাহরন :

পার্বত্য ঢালে মাটির A বা B স্তর অপসারিত হয়ে C স্তরটি ভূপৃষ্ঠে অবস্থান করে।

5. ডাফ বা Duff কি ?
সরলবর্গিয় অরণ্য অঞ্চলে হিউমাস সমৃদ্ধ O স্তরকে Duff বলে।

6. মাল বা Mull কি ?
পর্ণমোচি অরণ্য অঞ্চলে O স্তরকে মাল বলে।

7. ভৌত শুষ্ক মৃত্তিকা কাকে বলে?
যে মাটির জলধারণের ক্ষমতা কম বা অক্ষম সেই মাটিকে প্রকৃতিগত ভাবে ভৌত শুষ্ক মৃত্তিকা বলে।
উদাহরণ :
বেলেমাটি

8. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে ?
আদ্র মৃত্তিকার জলে লবণের পরিমাণ অধিক হলে উদ্ভিদ সেই জল গ্রহণ করতে পারেনা, তখন সেই মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে।

উদাহরন

বদ্বীপ অঞ্চলের মাটি।

9. উৎপাদনশীলতা বলতে কী বোঝো?
মাটির মধ্যে যখন পর্যাপ্ত পরিমাণে ও সঠিক অনুপাতে উদ্ভিদের সমস্ত খাদ্যের উপস্থিতিতে প্রতি একক জমিতে যে পরিমাণ শস্য উৎপাদন সক্ষম হয় তখন তাকে বলে মাটির উৎপাদনশীলতা।

10. অতিমাত্রিক মৌল বলতে কী বোঝো?
যে অপরিহার্য মৌল উদ্ভিদের পুষ্টিতে বেশি পরিমাণে অথবা মাঝারি পরিমানে প্রয়োজন হয় তাকে অতিমাত্রিক মৌল বলে।

উদাহরন - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন

11. স্বল্পমাত্রিক মৌল বলতে কী বোঝো? উদাহরণ দাও
যে অপরিহার্য মৌল উদ্ভিদের পুষ্টিতে সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদের স্বল্পমাত্রিক মৌল বলে।
উদাহরন - ম্যাঙ্গানিজ, তামা, লোহা

12. সংকটি মৌল কি?
উদ্ভিদের পুষ্টির জন্য যে মৌল গুলি বেশি পরিমাণে প্রয়োজন এবং মাটিতে যাদের প্রায় ঘাটতি দেখা দেয় তাদের সংকটি মৌল বলে।

উদাহরন - নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম

13. ক্লোরোসিস কি?
উদ্ভিদের পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতার প্রান্ত হলুদ হতে থাকে একে উদ্ভিদের ক্লোরোসিস বলে।

14. ন্যাক্রোসিস কি?
পটাশিয়ামের অভাবে পাতা যখন শুকিয়ে যায় তখন তাকে ন্যাক্রোসিস বলে।

15. হাইড্রোপনিক্স কি?
মাটিহীন অবস্থায় যখন কেবলমাত্র বায়ুভরা পরিপূরক দ্রবণের মধ্যে উদ্ভিদ জন্মায় তখন তাকে হাইড্রোপনিক্স বলে।
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.