Best Discounted Deals & Offers Join Now
JOIN & SUBSCRIBE

জীব বৈচিত্র্য কাকে বলে? ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্রের পরিমাণ বেশি হয় কেন?

জীব বৈচিত্র্য কাকে বলে? ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্রের পরিমাণ বেশি হয় কেন?

প্রবক্তা :
১৯৮৬ খ্রিস্টাব্দে ওয়াল্টার রোজেন একটি ভিন্ন ধরনের দেশ গ্রন্থে প্রথম জীববৈচিত্র্য কথাটি ব্যবহার করেন।

সংজ্ঞা :

কোন একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র ও সমগ্রতাকে জীব বৈচিত্র বলে।

শ্রেণীবিভাগ :
প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী জীববৈচিত্র্যকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়
A. জিনগত বৈচিত্র 
B. প্রজাতিগত বৈচিত্র
C. বাস্তু তান্ত্রিক বৈচিত্র

ক্রান্তীয় অঞ্চলে জীব-বৈচিত্র্য বেশি হওয়ার কারণ

উচ্চতাপ ও আদ্রতা

ক্রান্তীয় অঞ্চলে উচ্চ তাপমাত্রা ও অধিক আদ্রতার জন্য বেশি জীববৈচিত্র দেখা যায়।

স্থিতিশীল পরিবেশ
অন্য অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে স্থিতিশীল পরিবেশ হওয়ায় জীব প্রজাতি গুলি বহুদিন বাস করার সুযোগ পায়।

বিবর্তনের সময়
এখানে বসবাসকারী জীববৈচিত্র গুলি অতী প্রাচীন হওয়ায় বিবর্তনের জন্য অনেক সময় পায়।

সংকরায়নের মাত্রা
এই অঞ্চলে প্রজাতিগুলির সংকরায়নের মাত্রা বেশি তাই জিনগত বৈচিত্র বেশি।

উৎপাদনশীলতা
এখানে সূর্যালোকের পরিমাণ বেশি হওয়ায় উদ্ভিদ গোষ্ঠীর উৎপাদনশীলতা বেশি হয় তাই জীব বৈচিত্রের ধারণ ক্ষমতা অধিক হয়।

রোগের প্রকোপ
এই অঞ্চলে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটায় কোন একটি নির্দিষ্ট প্রজাতির বদলে একাধিক প্রজাতি অবস্থান করে।


Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.