একাদশ শ্রেণীর এডুকেশনের শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান ( দ্বিতীয় অধ্যায় ) ছোট প্রশ্ন ও উত্তর

ক্লাস 11 শিক্ষা বিজ্ঞান - শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান ( দ্বিতীয় অধ্যায় )

1. শিক্ষার নিষ্ক্রিয় উপাদানটি কি ?

➥ পাঠক্রম হলো শিক্ষার নিষ্ক্রিয় উপাদান।

2. শিক্ষার প্রধান উপাদান কি ?
➥ শিক্ষার্থী হলো শিক্ষার প্রধান উপাদান।

3. নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতিতে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে কি বলে?
➥ নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতিতে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা হল নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা।

4. আধুনিক শিক্ষার বিবর্তন কি ধরনের কার্যাবলী হিসেবে বিবেচিত হয়?
 ➥ আধুনিক শিক্ষার বিবর্তন সহপাঠক্রম কার্যাবলী হিসেবে বিবেচিত হয়।

5. গ্রামোন্নয়নের অংশগ্রহণ কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী?
 ➥ গ্ৰামোন্নয়নে অংশগ্রহণ সামাজিক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় ।

 6. রক্তদান শিবির কিংবা সাক্ষরতা কর্মসূচি কোন ধরনের সহপাঠী মূলক কার্যাবলী ?
 ➥ রক্তদান শিবির বা সাক্ষরতা সূচি হল পরিষেবামূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলী।

7. পাঠ্যক্রম রচনার নীতি কি?
 ➥ পাঠক্রম রচনার নীতি হল পরিবর্তনশীল।

 8. কম্পিউটার/ শিক্ষক/ পাঠ্যপুস্তক / ব্ল্যাকবোর্ড/ এদের মধ্যে কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত ?

➥ শিক্ষক ।

9. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি?
➥ 23জোড়া=46টি

10. School society কথাটির লেখক কে ?
➥ জন ডিউই।

11. বসুন্ধরা সম্মেলন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
➥ 1992 সালে

12. সহ পাঠক্রমিক কার্যাবলী কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
 ➥ সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় -
 শরীরচর্চা মূলক কার্যাবলী, মানসিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী।

 13. একটি সহপাঠক্রমিক কার্যাবলীর নাম উল্লেখ কর ?
 ➥একটি সহপাঠক্রমিক কার্যাবলী হল আত্মপ্রকাশ মূলক কার্যাবলী ।

14. সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে?
 ➥ যেসব কার্যাবলী শিক্ষার্থীর মানসিক বিষয়ে সহায়তা এবং সেগুলি শিক্ষার্থীর ব্যক্তির বিকাশ ঘটায়। পাঠক্রমে সহযোগী সেইসব বিষয় বা কার্যাবলী কে সহপাঠক্রমিক কার্যাবলী বলা হয়।

15. DNA ও RNA র পুরো নাম কি ?
➥ ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড (DNA)
রাইবো নিউক্লিক অ্যাসিড (RNA)।

16. মেলায় জল দান করা কি ধরনের কার্যাবলী?

 ➥ সামাজিক কার্যাবলী বা সামাজিক পরিষেবা মূলক কার্যাবলী।

 18. বংশগতির একককে কি বলে ?
➥ বংশগতির এককে হলো জিন ।
নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমের মধ্যে জিন থাকে।

19. জীবের বংশগত বৈশিষ্ট্যের সঞ্চালনকে কি বলে?
➥ জীবের বংশগত বৈশিষ্ট্য সঞ্চালনকে বংশগতি বলা হয়।

20. ক্যারি কুলাম শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে?
➥ ক্যারিকুলাম শব্দটির ল্যাটিন currere থেকে এসেছে।

21. পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে কয়টি নীতি রয়েছে ও কি কি? 
➥ পাঠক্রম রচনার ক্ষেত্রে তিনটি নীতি রয়েছে।
বিষয়বস্তু নির্বাচন নীতি, উপাদান বিন্যাস নীতি, ক্রিয়া গত নীতি।

22. পাঠক্রম গঠনের যেকোনো একটি নীতি উল্লেখ কর?
➥ ক্রমবিন্যাসের নীতি:

শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক সামর্থের দিকে লক্ষ্য রেখে বিষয়ের ক্রমবিন্যাস করা হয়।

23. পাঠক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদানের নাম লেখ ?
➥ শিক্ষার্থীদের চাহিদা ।
শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে পাঠক্রম রচনা করাই হলো এর মৌলিক নির্ধারক উপাদান।

24. পাঠ্যসূচি কাকে বলে?
➥ পাঠ্যক্রমের অংশ হলো পাঠ্যসূচি যা স্বল্প পুস্তকের অংশ। গতানুগতিক ধারণা অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যে সমস্ত বিষয় সূচী অন্তর্ভুক্ত  করা হয় তাই হল পাঠ্যসূচি।

 25. সহপাঠ্যক্রমিক কার্যাবলীর একটি শিক্ষামূলক উপযোগিতা উল্লেখ কর?
 ➥ একঘেয়েমি দূর করা।
সহপাঠ্যক্রম কার্যাবলী বিদ্যালয়ে প্রচলিত পুস্তক কেন্দ্রিক পাঠ্য দানের মাধ্যমে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করা।

আরো দেখুন :
Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel