একাদশ শ্রেণীর - শিক্ষা বিজ্ঞান - শিক্ষার ধারণা ও লক্ষ্য প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর [YEAR]

 শিক্ষার ধারণা ও লক্ষ্য একাদশ শ্রেণীর এডুকেশন প্রথম অধ্যায় ছোট প্রশ্ন ও উত্তর

Class 11 education first chapter short question, class xi 1st chapter saq pdf motes, education 1st chapter notes, education 1st chapter class 11, একাদশ শ্রেণী এডুকেশন এর প্রথম অধ্যায়ের প্রশ্ন ও উত্তর, শিক্ষার ধারণা ও লক্ষ্য ছোট প্রশ্ন ও উত্তর, একাদশ শ্রেণী শিক্ষার ধারণা ও লক্ষ্য সমস্ত প্রশ্ন ও উত্তর, একাদশ শ্রেণী প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ্য


শিক্ষার ধারণা ও লক্ষ্য


1.স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি?

উত্তর: স্বামী বিবেকানন্দের মতে মানুষের অন্তর্নিহিত সত্তার গুণাবলী হলো শিক্ষা ।

2. শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন - উক্ত কথাটি কে বলেছেন?

উওর: উক্তিটির বক্তা হলেন জন ডিউই ।

3. ত্রিমুখী শিক্ষা প্রবর্তক কাকে বলা হয় ?

উত্তর: ত্রিমুখী শিক্ষার প্রবর্তক হলেন অ্যাডামাস

4. প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কি ছিল বা সনাতনী শিক্ষার উদ্দেশ্য কি ?

উত্তর: প্রাচীন ভারতের শিক্ষার অন্যতম লক্ষ্য ছিল পরম সন্তানকে উপলব্ধি করা বা আত্ম উপলব্ধি এবং আত্মপ্রকাশ।

5. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা কি?

উওর: বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা হলো ব্যক্তির দৈহিক, বৌদ্ধিক, নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক গুণাবলীর বিকাশ সাধন যা তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

6. Educare কথাটির অর্থ কি?

উওর: Educare শব্দটির অর্থ হলো চর্চা করা।


8. Educatum শব্দটির অর্থ কি?

উওর:  Educatum কথাটির অর্থ হল শিক্ষাদান করা।

সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে?

উওর:  কোন প্রকার জ্ঞানার্জন, অর্থ সংগ্রহ বা বিভিন্ন ধরনের কৌশল আত্তীকরণ এর প্রক্রিয়া হল সংকীর্ণ অর্থে শিক্ষা।

10.  ব্যাপক অর্থে শিক্ষা কি?

উওর: ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যুর পূর্বে পর্যন্ত কোন ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে যে অভিজ্ঞতা সৃষ্টি করে তা হল ব্যাপক অর্থে শিক্ষা।

11. সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার একটি পার্থক্য উল্লেখ করো?

উওর:  সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থী থাকে নিষ্ক্রিয় এবং শিক্ষক থাকেন সক্রিয় ।
অন্যদিকে ব্যাপক অর্থে শিক্ষার শিক্ষার্থী থাকে সক্রিয় এবং শিক্ষক হলেন প্রকৃত বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক।

12.  ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখ?

 উওর: ব্যাপক অর্থে শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জীবনব্যাপী প্রক্রিয়া।

13. সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখ?

 উত্তর: জ্ঞান ভান্ডার কে সমৃদ্ধ করা অর্থাৎ শিশুকে প্রশিক্ষণের দ্বারা পারদর্শী করা এবং ডিপ্লোমা প্রদানের মাধ্যমে সামাজিক স্বীকৃতি প্রদান করাই হল সংকীর্ণ অর্থে শিক্ষা প্রদানের অন্যতম বৈশিষ্ট্য

14. ভারতের শিক্ষার জাতীয় লক্ষ্য কি ?

উত্তর: ভারতের শিক্ষার একটি লক্ষ্য হলো গণতান্ত্রিক নাগরিকের চারিত্রিক বিকাশের জন্য কৌন প্রয়োগী যোগ্যতা বৃদ্ধি করা।

15. জন ডুউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি?

উত্তর: জন ডুউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ সাধন করা।


16. আধুনিক শিক্ষা কি ধরনের প্রক্রিয়া ?

উত্তর: আধুনিক শিক্ষা হলো বহুমুখী প্রক্রিয়া।

17. মানুষকে উপার্জনক্ষম করে তোলাই হলো শিক্ষার লক্ষ্য শিক্ষার এই লক্ষ্য কে কি বলা হয়েছে?

উত্তর: শিক্ষার এই লক্ষ্যকে বৃত্তিমূলক লক্ষ্য বলা হয়।

18. আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য কি?

 উত্তর: সমাজতান্ত্রিক লক্ষ্য হল আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য।

19. বর্তমানে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি?

 উত্তর: বর্তমানে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা পথপ্রদর্শক।

20. আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়?

উত্তর: আধুনিক শিক্ষার জনক বলা হয় দার্শনিক রুশো কে।

22 . শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, শিক্ষার দ্বিমেরু প্রক্রিয়া গুলি কি কি?

উত্তর: 1. শিক্ষক 2. শিক্ষার্থী।

23 শিক্ষা একটি তিমেরু বিশিষ্ট প্রক্রিয়া শিক্ষার এই তিমেরু বিশিষ্ট প্রক্রিয়া গুলি কি কি ?

উত্তর:  শিক্ষক শিক্ষার্থী পাঠক্রম।

24. শিক্ষা হলো চতুর মেরু বিশিষ্ট প্রক্রিয়া শিক্ষার চতুর মেরু প্রক্রিয়া গুলি কি কি?

উত্তর: শিক্ষার চারটি মেরু হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠক্রম, বিদ্যালয়।


25. এডুকেশন কথাটি কোন শব্দ ভান্ডার থেকে এসেছে?

উত্তর: লাতিন শব্দ থেকে এসেছে।

26. অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষার সাথে যুক্ত?

 উত্তর: অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত। প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি ব্যবহার করা হয়।

27. শিশু হল চারা গাছ, শিক্ষক হলো মালি - এই বিখ্যাত উক্তিটি কার ?

উওর:  উক্তিটির বক্তা হলেন বিখ্যাত শিক্ষাবিদ ফ্রয়বেল ।

28. সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টিই হলো শিক্ষা - কথাটি কে বলেছেন?

উওর: উক্ত মন্তব্যটি করেছেন অ্যারিস্টোটল।

29. মধ্যযুগের ভারতের যেকোনো একটি জাতীয় লক্ষ্যের উদ্দেশ্য লেখ?

উত্তর:  মধ্যযুগের ভারতের শিক্ষা জাতির উদ্দেশ্য হল নৈতিক চরিত্র গঠনের গুরুত্ব আরোপ করা।

    আরো অন্যান্য প্রশ্নগুলি

Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.