JOIN & SUBSCRIBE

একাদশ শ্রেণী বাংলা - তেলেনাপোতা আবিষ্কার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

তেলেনাপোতা আবিষ্কার SAQ প্রশ্ন উত্তর

তেলেনাপোতা আবিষ্কার বাংলা প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণীর বাংলা ছোট প্রশ্ন উত্তর, তেলেনাপোতা আবিষ্কার সমস্ত ছোট প্রশ্ন, বাংলা তেলেনাপোতা আবিষ্কার শর্ট প্রশ্ন

1। কলকাতা থেকে তেলেনাপোতার দূরত্ব কত?
➥ কলকাতা থেকে তেলেনাপোতার দূরত্ব 30 মাইল।

2। গরু বাড়িতে যাওয়ার সময় কেন ক্যানেস্তারা বাজানো হয়েছিল?
➥ চিতা বাঘ তাড়ানোর জন্য।

3। নিরঞ্জন জামিনির মায়ের কে হয়?
➥ দুরসম্পর্কের বোন-পো হয়।

4। গল্পকথক এর দুজন সঙ্গী কেমন ছিল?
➥ একজন ছিল পান রসিক অপরজন নিদ্রা বিলাসী।

5। গল্পকথক কি পরিচয় যামিনীর মায়ের কাছে গিয়েছিল?
➥ নিরঞ্জন পরিচয়

6। কলকাতা ফিরে গল্পকথক কোন রোগে আক্রান্ত হয়েছিল?

➥ ম্যালেরিয়া রোগে

7। নিরঞ্জন যামিনীদের বাড়ি কতদিন আগে এসেছিল?
➥ 4 বছর আগে।

8। যামিনী সম্পর্কে মনি বাবুর কে ছিলেন?
➥ বোনঝি

9। জামিনির মা তাদের ভগ্ন প্রাসাদ কে কি বলেছেন?
➥ প্রেতপুরী

10। জামিনির মা তেলেনাপোতা কে কি বলেছেন?
➥ শ্মশানের দেশ

11। জামিনির মা নিজেকে কি বলেছেন?
➥ ঘাটের মড়া

12। মনি বাবু যামিনী দের বাড়িকে কি বলেছেন?
➥ অজগর পুরি

তেলেনাপোতা আবিষ্কার আরো অন্যান্য প্রশ্নাবলী

Related Questions ⁉️

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url