WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

একাদশ শ্রেণী বাংলা বাড়ির কাছে আরশিনগর - ছোট প্রশ্ন ও উত্তরের নোটস

বাড়ির কাছে আরশিনগর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

একাদশ শ্রেণীর বাংলা নোটস, পিডিএফ ফাইল, বাড়ির কাছে আরশিনগর বাংলা নোটস, বাড়ির কাছে আরশিনগর বাংলা শর্ট প্রশ্ন ও উত্তর, বাড়ির কাছে আরশিনগর সাজেশন, বাড়ির কাছে আরশিনগর ছোট প্রশ্ন উত্তর, ক্লাস 11 বাংলা সমস্ত প্রশ্নাবলী, ক্লাস 11 বাংলা বাড়ির কাছে আরশিনগর শর্ট প্রশ্ন ও উত্তর

1। বাড়ির কাছে আরশিনগর কবিতার কবি কে?
➥ বাড়ির কাছে আরশিনগর কবিতার কবি লালন ফকির।

2। লালনের গান কে কি নামে অভিহিত করা হয়?
➥ লালনের গান কে লালন গীতি বা বাউল গান নামে অভিহিত করা হয়।

3। বাড়ি বলতে কবি কী বুঝিয়েছেন?
➥ বাড়ি বলতে কবি নিজের দেহকে বুঝিয়েছেন।

4। আরশি শব্দের অর্থ কি?
➥ আরশি শব্দের অর্থ হলো আয়না।

5। আরশিনগর বলতে কবি কী বুঝিয়েছেন?
➥ আরশিনগর বলতে কোভিদ মন বা দেব ভূমি কে বোঝায়।

6। আরশি নগরে কে বাস করেন?
➥ আরশি নগরে পড়শী বাস করে।

7। পড়শী বলতে কাকে বুঝিয়েছেন?
➥ পড়শী বলতে মনের মানুষ বা নিরাকার ঈশ্বরকে বুঝিয়েছেন।

8। 'বেড়িয়ে' কথার অর্থ কি?

➥ বেষ্টন করে।

9। কবিতায় অগাধ পানি বলতে কী বুঝিয়েছে?
➥ কবিতায় অগাধ পানি বলতে কবি বাধা-প্রতিবন্ধকতা অর্থাৎ পার্থিব বন্ধন, বিষয় ভাবনা প্রভৃতিকে বুঝিয়েছেন।

10। পড়শীকে কবি কতদিন দেখেননি?
➥ পড়শীকে কবি একদিনও বা কোনদিনও দেখেননি।

11। 'ও তার হস্তপদ গ্রন্থ মাথা নাই রে' - কার কথা বলা হয়েছে এর অর্থ কি?
➥ এখানে পড়শী বা মনের মানুষের কথা বলা হয়েছে যার অর্থ হলো ঈশ্বর নিরাকার অবয়বহীন অরূপ।

12। পড়শীর সাথে কবির দূরত্ব কত?
➥ পড়শীর সাথে কবির লক্ষ যোজন দূরত্ব।

13। পড়শীকে ছুঁতে পারলে কি হতো?
➥ পড়শীকে ছুঁতে পারলে কবির যম-যাতনা দূরে যেত।

14। যম যাতনা কি?
➥ যম যাতনা বলতে কবি পার্থিব ও দুঃখ-কষ্টকে বুঝিয়েছেন।

15। 'সে আর লালন একখানে রয়' - একখানে বলতে কী বুঝিয়েছে?
➥ এখানে একখানে বলতে এক দেহে বুঝিয়েছেন।

16। পড়শী যদি আমায় ছুঁতো - 'ছোঁয়ার' অর্থ কি?
➥ কবির ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরের সান্নিধ্য লাভ।

বাড়ির কাছে আরশিনগর আরো অন্যান্য প্রশ্নাবলী
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url