একাদশ শ্রেণী বাংলা বাড়ির কাছে আরশিনগর - ছোট প্রশ্ন ও উত্তরের নোটস

বাড়ির কাছে আরশিনগর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

একাদশ শ্রেণীর বাংলা নোটস, পিডিএফ ফাইল, বাড়ির কাছে আরশিনগর বাংলা নোটস, বাড়ির কাছে আরশিনগর বাংলা শর্ট প্রশ্ন ও উত্তর, বাড়ির কাছে আরশিনগর সাজেশন, বাড়ির কাছে আরশিনগর ছোট প্রশ্ন উত্তর, ক্লাস 11 বাংলা সমস্ত প্রশ্নাবলী, ক্লাস 11 বাংলা বাড়ির কাছে আরশিনগর শর্ট প্রশ্ন ও উত্তর

1। বাড়ির কাছে আরশিনগর কবিতার কবি কে?
➥ বাড়ির কাছে আরশিনগর কবিতার কবি লালন ফকির।

2। লালনের গান কে কি নামে অভিহিত করা হয়?
➥ লালনের গান কে লালন গীতি বা বাউল গান নামে অভিহিত করা হয়।

3। বাড়ি বলতে কবি কী বুঝিয়েছেন?
➥ বাড়ি বলতে কবি নিজের দেহকে বুঝিয়েছেন।

4। আরশি শব্দের অর্থ কি?
➥ আরশি শব্দের অর্থ হলো আয়না।

5। আরশিনগর বলতে কবি কী বুঝিয়েছেন?
➥ আরশিনগর বলতে কোভিদ মন বা দেব ভূমি কে বোঝায়।

6। আরশি নগরে কে বাস করেন?
➥ আরশি নগরে পড়শী বাস করে।

7। পড়শী বলতে কাকে বুঝিয়েছেন?
➥ পড়শী বলতে মনের মানুষ বা নিরাকার ঈশ্বরকে বুঝিয়েছেন।

8। 'বেড়িয়ে' কথার অর্থ কি?

➥ বেষ্টন করে।

9। কবিতায় অগাধ পানি বলতে কী বুঝিয়েছে?
➥ কবিতায় অগাধ পানি বলতে কবি বাধা-প্রতিবন্ধকতা অর্থাৎ পার্থিব বন্ধন, বিষয় ভাবনা প্রভৃতিকে বুঝিয়েছেন।

10। পড়শীকে কবি কতদিন দেখেননি?
➥ পড়শীকে কবি একদিনও বা কোনদিনও দেখেননি।

11। 'ও তার হস্তপদ গ্রন্থ মাথা নাই রে' - কার কথা বলা হয়েছে এর অর্থ কি?
➥ এখানে পড়শী বা মনের মানুষের কথা বলা হয়েছে যার অর্থ হলো ঈশ্বর নিরাকার অবয়বহীন অরূপ।

12। পড়শীর সাথে কবির দূরত্ব কত?
➥ পড়শীর সাথে কবির লক্ষ যোজন দূরত্ব।

13। পড়শীকে ছুঁতে পারলে কি হতো?
➥ পড়শীকে ছুঁতে পারলে কবির যম-যাতনা দূরে যেত।

14। যম যাতনা কি?
➥ যম যাতনা বলতে কবি পার্থিব ও দুঃখ-কষ্টকে বুঝিয়েছেন।

15। 'সে আর লালন একখানে রয়' - একখানে বলতে কী বুঝিয়েছে?
➥ এখানে একখানে বলতে এক দেহে বুঝিয়েছেন।

16। পড়শী যদি আমায় ছুঁতো - 'ছোঁয়ার' অর্থ কি?
➥ কবির ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরের সান্নিধ্য লাভ।

বাড়ির কাছে আরশিনগর আরো অন্যান্য প্রশ্নাবলী
Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel