WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

মহারথী-প্রথা কি হে এই মহারথি? - বক্তার এই ধরনের মন্তব্যটির যুক্তি বিচার করো।

উত্তর: 

মাইকেল মধুসূদন দত্ত রচিত বিরাঙ্গনা কাব্যগ্রন্থের অন্তর্গত নিলধ্বজের প্রতি জনা শীর্ষক পত্রকাব্যটি থেকে প্রশ্নোদ্রিত মন্তব্যটি নেওয়া হয়েছে। আলোচ্য পত্র কাব্য মহেশ্বরী পুরীর রানী জনা রাজা নীলধ্বজকে উদ্দেশ্য করে আলোচ্য মন্তব্যটি করেছেন ।

           পান্ডবের অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার গতি রোধ করেছিল মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর তাই তিনি অর্জুনের হাতে নিহত হয়।

                                   রাজমাতা হিসেবে রানী জনা চেয়েছিলেন রাজা নিলধ্বজ নিশ্চয়ই পুত্র হত্যার প্রতিশোধ নেবেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে রাজা নীলধ্বজ পুত্র ঘাতক পার্থের সঙ্গে সক্ষ স্থাপন করেছিলেন। এতে জনা ক্ষুব্ধ ও লজ্জিত হয়ে নিলধ্বজের উদ্দেশ্য একের পর এক যুক্তি দিয়ে বলেছেন অর্জুন কখনও মহারথী প্রথা মানেনি। ব্রাহ্মণের ছদ্মবেশে দ্রৌপদী কে লাভ, কৃষ্ণের সাহায্যে খান্ডব বন দহন, শ্রীখন্ডির সাহায্যে ভীষ্ম বদ, ছলনার আশ্রয় নিয়ে দ্রোণাচার্য বধ এবং নিরস্ত্র কর্ণের বধ এই সমস্ত কিছুই তৃতীয় পাণ্ডব অর্জুনের এক কৃতিত্ব নয়, প্রতিক্ষেত্রে তিনি অপরের সাহায্য নিয়েছেন। তাই জনার মতে পার্থ তথা অর্জুনকে কখনোই মহারথী বলে সম্মান দেওয়া যায় না। তাই তিনি বলেছেন

                   "দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে"
                   
তাই জনা পার্থের কখনও মহাপাপী, কখনো নারীবশ আবার কখনো বা বর্বর বলে উল্লেখ করেছেন। অর্জুনের আচরণের পরিপ্রেক্ষিত স্বামীর উদ্দেশ্য তাই তার প্রশ্ন -
                 "মহারথী-প্রথা কি হে এই মহারথি?"

অর্জুনের দ্বারা প্রিয় পুত্র প্রবীর নিহত হওয়ার পরে জনা প্রত্যাশা করেছিলেন রাজা নীলধ্বজ অর্জুনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে তৎপর হয়ে উঠবেন । পরিবর্তে নিলধ্বজ অর্জুনের সাথে সন্ধি স্থাপন করলে তিনি বিস্মিত ও ক্ষুদ্ধ হয় । পার্থের যে বীরত্ব পূর্ণ ভাব মূর্তির জন্য নীলধ্বজ যুদ্ধ থেকে বিরত হয়েছেন তা একটি মিথ্যা ধারণা। একথা প্রমাণ করতে এবং রাজা নীলধ্বজকে পুনরায় ক্ষত্রিয় ধর্মে ফিরে আনার জন্য অর্জুনের মহারথী প্রথা লঙ্ঘন এর বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন রানী জনা। তাই জনার কন্ঠে উচ্চারিত হয়েছ -
       "ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্ম্মতি
স্বয়ম্বরে।"

নিলধ্বজের প্রতি জনা - মাইকেল মধুসূদন দত্ত অন্যান্য প্রশ্নোত্তর
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url