Gerund কাকে বলে এবং এর ব্যবহার লেখ?

Gerund কাকে বলে এবং এর ব্যবহার লেখ?

Gerund এর সংজ্ঞা:

Gerund হল verb এর present form + (ing) যার মধ্যে একই সঙ্গে noun ও verb এর গুণ থাকে।

Gerund এর ব্যবহার :

(i) verb এর subject হিসাবে ব্যবহৃত হয় -
যেমন - Walking is a good exercise.

ii) Verb এর object হিসাবে ব্যবহৃত হয় -
যেমন - we enjoy walking in the morning.

iii) Verb এর complement হিসেবে ব্যবহৃত হয় -
যেমন - It is a good saying.

iv) Preposition এর object হিসাবে ব্যবহৃত হয় -
যেমন - We can't leave without learning.

V) Preposition এর পরে ব্যবহৃত হয় -
যেমন - I object to doing it.

vi) Compound Noun হিসেবে ব্যবহৃত হয় -
যেমন - It is a frying pan.
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.