JOIN & SUBSCRIBE

গতিশীলতার ভিত্তিতে পাত সীমানা বা পাত সীমান্তের শ্রেণীবিন্যাস করো।

গতিশীলতার ভিত্তিতে পাত সীমানা বা পাত সীমান্তের শ্রেণীবিন্যাস করো।


 1. অভিসারী পাত সীমানা

  যেখানে দুটি পাত পরস্পর পরস্পরের দিকে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হয় তাকে অভিসারী পাত সীমানা বলে। এখানে ভারি পাতটি হালকা পাতের নীচে ভূ-অভ্যন্তরে প্রবেশ করে ও প্রচণ্ড উষ্ণতায় গলে যায় তাই একে বিন্যাস কারী পাত সীমানা ও বলা হয়।
  
 উদাহরন/ভূমিরূপ :
   দুই আমেরিকা পাতের রকি আন্দিজ ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে।

2. প্রতিসারী পাত সীমানা

 যেখানে দুটি পাত পরস্পর পরস্পরের থেকে বিপরীত দিকে দূরে সরে যায় সেই সীমানাকে প্রতিসারী পাত সীমানা বলে ।

উদাহরণ /ভূমিরূপ :

 দুই আমেরিকা পাত এবং অন্য দিকে ইউরেশিয়া ও আফ্রিকার পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ফলে সেই ফাটল বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা তৈরি হয়েছে।

3. নিরপেক্ষ পাত সীমানা

 যখন দুটি পাত পাশাপাশি একে অন্যের গা ঘেঁষে বিপরীত দিকে অগ্রসর হয় সেই পাত সীমানা কে নিরপেক্ষ পাত সীমানা বা পাশাপাশি পাত সীমানা বলে ।
 
 উদাহরণ /ভূমিরূপ :
  আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান অন্ড্রিজ চ্যুতি বিশ্বের দীর্ঘতম যা নিরপেক্ষ পাত সীমানার ফলে গঠিত হয়েছে।

4. ত্রিপাত সীমানা

যেখানে তিনটি পাত পরস্পরের সঙ্গে ইংরেজি y অক্ষরের মতো মিলিত হয় সেই পাত সীমানা কে ত্রি পাত সীমানা বলে।

Related Questions ⁉️

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url