ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর [MONTH] [YEAR] | Geography Important MCQ Notes [YEAR]

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর


১)ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
👉কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2।

২) কারাকোরাম পর্বতের অপর নাম কি?
👉কৃষ্ণগিরি।

৩)ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
👉কাঞ্চনজঙ্ঘা।

৪)ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
👉কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।

৫)ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
👉লাদাখ।

৬) ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
👉দাক্ষিণাত্য মালভূমি।

৭)ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
👉রাজস্থানের সম্বর হ্রদ।

৮)ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কি?
👉প্যাংগং হ্রদ।

৯)দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
👉আনাইমুদি।

১০)কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কি বলে?
👉কারেওয়া।

১১)মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
👉ছোটনাগপুর মালভূমি।

১২)অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
👉কাংটো।

১৩)কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে?
👉সিঙ্গালিলা শৈলশিরা।

১৪)পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
👉সান্দাকফু।

১৫)ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
👉কাঞ্চনজঙ্ঘা।

১৬)কুমায়ুন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদগুলিকে
স্থানীয় ভাষায় কি বলে?
👉তাল।

১৭)কোন কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত?
👉শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়।

১৮)ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি?
👉দেরাদুন।

১৯)ভারতের কোথায় জাফরান চাষ হয়?
👉জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।

২০) ভূস্বর্গ কাকে বলা হয়?
👉কাশ্মীর উপত্যকাকে।

২১) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
👉উলার হ্রদ।

২২)জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি?
👉বানিহাল গিরিপথ/জহর ট্যানেল।

২৩)ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুণের নাম কি?
👉 উড়িষ্যার চিল্কা হ্রদ।

২৪)ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি?
👉 কার্ডামম পর্বত।

২৫)মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
👉কয়াল।

২৬)ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?
👉ভেম্বানাদ কয়াল।

২৭)ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
👉উত্তরাঞ্চলের দেরাদুন।

২৮)রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
👉1953 খ্রিস্টাব্দে।

২৯)রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কবে কার্যকর হয়?
👉1956 খ্রিস্টাব্দে।

৩০)ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি কি?
👉ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা।

৩১)ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি?
👉অন্ধপ্রদেশ।(1953 খ্রিস্টাব্দে গঠিত হয়)।

৩২)ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি?
👉তেলেঙ্গানা।

৩৩)কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়?
👉অন্ধ্রপ্রদেশ।

৩৪)অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি?
👉অমরাবতী।

৩৫)তেলেঙ্গানার রাজধানীর নাম কি?
👉 হায়দ্রাবাদ।

৩৬)সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?
👉 1975 খ্রিস্টাব্দে।

৩৭)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী?
👉10 ডিগ্রি চ্যানেল।

৩৮)কোন প্রণালী লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে?
👉9 ডিগ্রি চ্যানেল।

৩৯)লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত?
👉8 ডিগ্রি চ্যানেল।

৪০)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
👉দক্ষিণ আন্দামান।

৪১)কোন প্রণালী দক্ষিণ আন্দামানকে ক্ষুদ্র আন্দামান থেকে পৃথক করেছে?
👉ডানকান প্রণালী।

৪২)গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?
👉1987 খ্রিস্টাব্দে।

৪৩)অন্ধ্রপ্রদেশ ভেঙে কবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় 👉2014 খ্রিস্টাব্দের 2রা জুন।

৪৪)মেঘালয় মালভূমির উচ্চতম অংশের নাম কি?
👉শিলং।

৪৫)পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতে মিলিত হয়েছে?
👉নীলগিরি পর্বত।

৪৬)মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে কবে ছত্রিশগড় গঠিত হয়?
👉2000 সালের 1লা নভেম্বর।

৪৭)উত্তর প্রদেশ রাজ্য ভেঙে কবে উত্তরাখণ্ড গঠিত হয়?
👉2000 সালের 9ই নভেম্বর।

৪৮)বিহার রাজ্য ভেঙে কবে ঝাড়খন্ড গঠিত হয়?
👉2000 সালের 15 ই নভেম্বর।

৪৯)ভারতের দুটি জীব-বৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের নাম লিখো।
👉পূর্ব হিমালয় ও পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।

৫০)কোদাইকানাল হিল স্টেশন কোথায় অবস্থিত?
👉তামিলনাড়ুর পালানি হিল।
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.