একাদশ শ্রেণী বাংলা কর্তার ভূত ছোট প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Notes Suggestions

একাদশ শ্রেণী বাংলা কর্তার ভূত প্রশ্ন ও উত্তর সমূহ

কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর Class 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণী বাংলা প্রশ্ন ও উত্তর – কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। Class 11 Bengali Question and Answer, Suggestion | Class 11 Bengali Question and Answer Suggestion | Class 11 Bengali Question and Answer Notes | West Bengal Class 11 Class 11th Bengali Question and Answer Suggestion. 



আরো দেখুন :




কর্তার ভূত - রবীন্দ্রনাথ ঠাকুর

1। ভুতুড়ে জেলখানার বৈশিষ্ট্য কি ছিল?
👉ভুতুড়ে জেলখানার দেওয়াল চোখে দেখা যেত না।

2। এ দেশের লোকেরা ভুতের বাড়াবাড়ি হলে ওঝাকে খোঁজে না কেন?
👉কারণ এখানে ওঝাকে আগে-ভাগেই ভূতে পেয়ে আছে বলে।

3। কারা ভূতের কানমলা খায়?

👉স্বভাব দোষে যারা নিজে ভাবতে চায় তারাই ভুতের কান মলা খায়।

4। শিরোমনি চুরামনি এর দল কাকে পবিত্র বলে মনে করেন?
👉দেশের যারা বেহুশ তাদেরকেই পবিত্র বলে মনে করেন।

5। প্রবুদ্ধমিব সুপ্তা - কথাটির অর্থ কি?
👉সকল প্রবুদ্ধ ব্যাক্তি বা চেতনা প্রাপ্ত ব্যাক্তি সুপ্ত থাকে।

6। কর্তা বলেন সেখানেই তো ভূত - কোনখানে ভুতের থাকার কথা বলা হয়েছে?
👉যেখানে ভূতের ভয় সেখানেই ভুতের অবস্থানের কথা বলা হয়েছে।

7। কারো হুশ ছিল না - কোন বিষয়ে কারো হুশ ছিল না?
👉এতদিন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিধার থেকে নানা জাতের বুলবুলি ঝাকে ঝাকে এসে যে বেবাক ধান খেয়ে গেল সে ব্যাপারে কারো হুশ ছিল না।

8। মধ্য কথাটা হচ্ছে - মধ্য কথাটা কি?
👉বুড়ো কর্তা জীবিত অথবা মৃত অবস্থাতে ভুত হয়ে রয়েছে এবং দেশটাকে সে নারেওনা অথচ ছাড়েওনা।

9। “ অম্ল হোক , বস্ত্ৰ হোক , স্বাস্থ্য হোক শান্তি থাকে । ” কোথায় , কেন এমনটি হয় ?
👉প্রতিনিয়ত ঘানি ঘোরানোর ফলে মানুষের তেজ নিঃশেষ হয়ে আসে , ফলে মানুষ হয়ে যায় ঠান্ডা । যার কারণে ভূতের রাজত্বে আর যা – ই হোক না কেন অন্ন , বস্ত্র , স্বাস্থ্য এবং শান্তি থাকে । 

10। ” একেই বলে অদৃষ্টের চালে চলা । ” অদৃষ্টের চালে চলা কী ? 
👉চোখ বুজে বা অন্ধভাবে চলাকে লেখক ‘ কর্তার ভূত ‘ কাহিনিতে অদৃষ্টের চালে চলা বলেছেন ।

11। “ এ প্রশ্নকে ঠেকানো যায় না ” প্রশ্নটি কী ?

👉যে প্রশ্নকে ঠেকানো যায় না বলে গল্পকার মন্তব্য করেছেন সেই প্রশ্নটি হলো যুক্তি – বুদ্ধি দিয়ে জানতে চাওয়া— কীসে খাজনা দেব ?

12। “ কেবল অতি সামান্য কারণে একটু মুশকিল বাঁধল । ” মুশকিলটি কী ?
👉উদ্ধৃতিটিতে যেমুশ কিলের কথা বলা হয়েছে তা হলো — পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি । “ শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে । ”

13। “ মোদ্দা কথাটা হচ্ছে ” মোদ্দা কথাটা কী ? 
👉“ মোদ্দা কথাটা হচ্ছে ” – বুড়ো কর্তা বেঁচেও নেই , মরেও নেই , ভূত হয়ে আছে ।

14। “ নইলে ছন্দ মেলে না ” ছন্দ মেলাতে কোন দু’টি পত্তির উল্লেখ করা হয়েছে ? 
👉ছন্দ মেলানোর জন্য “ খোকা ঘুমোলো পাড়া জুড়ালো ” পদের সঙ্গে “ বর্গি এল দেশে ” পত্তিটির উল্লেখ করা হয়েছে । 

15। “ হুঁশিয়ার যারা তারাই অশুচি ” – এ কথা কেন বলেছেন ?
👉ভূতগ্রস্ত অলস মানুষ যাতে সচেতন প্রাজ্ঞ মানুষের কাছে না আসে তাই একথা বলা হয়েছে ।


    এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।