Telegram Group Join Now

উপভাষা কাকে বলে? উপ ভাষার বৈশিষ্ট্য কি? ভাষা ও উপভাষার পার্থক্য লেখ।

উপভাষা কাকে বলে? উপ ভাষার বৈশিষ্ট্য কি? ভাষা ও উপভাষার পার্থক্য লেখ।

উপভাষার সংজ্ঞা:

উপভাষা হল একটি ভাষার অন্তর্গত এমন একটি বিশেষ রূপ যা একটি বিশেষ অঞ্চলের মুখে প্রচলিত থাকে যার সঙ্গে সেই আদর্শ ভাষার বেশ কিছু পার্থক্য থাকে।

উপভাষার বৈশিষ্ট্য:

1. উপভাষা একটি আদর্শ ভাষা একান্ত একটি আঞ্চলিক রূপ সুতরাং আঞ্চলিক বৈশিষ্ট্যগুলি প্রধানভাবে প্রতি লক্ষিত হয়।
2. পৃথিবীর সব ভাষারই উপভাষা থাকে।
3. উপ ভাষায় লিখিত সাহিত্য কে লোক সাহিত্য বলে।

ভাষা ও উপভাষার পার্থক্য :

1. ভাষা বৃহত্তর অঞ্চলে প্রচলিত কিন্তু উপভাষা ক্ষুদ্রতর অঞ্চলে প্রচলিত।
2. ভাষা হল কোন ভাষা সম্প্রদায়ের মানুষের মধ্যে ভাব বিনিময়ের নিরাকার ব্যবস্থা আর উপভাষা হলো সেই ব্যবস্থার প্রত্যক্ষ ব্যবহারিক রূপ।
3. সাহিত্য ও শিক্ষায় সংবাদপত্রে ইত্যাদিতে আদর্শ ভাষা ব্যবহৃত হয়। এই ভাষায় লিখিত সাহিত্য কে আদর্শ মান্দনিক সাহিত্য বা ক্লাসিকাল সাহিত্য বলে। আর উপভাষায় লেখা সাহিত্যকে লোকসাহিত্য বলে।

    এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন

Next Post Previous Post

×