ক্রান্তীয় অঞ্চলে মরুভূমি সৃষ্টির কারণ লেখো
ক্রান্তীয় অঞ্চলে মরুভূমি সৃষ্টির কারণ:
উত্তর ও দক্ষিন গোলার্ধের ক্রান্তীয়মণ্ডলে
(i) মহাদেশের পশ্চিম দিক থেকে আয়ন বায়ু সমুদ্রের দিকে বয়ে যায়, ফলে বায়ুতে জলীয় বাষ্প থাকে না।
(ii) এই বায়ু যতই নিরক্ষীয় অঞ্চলের দিকে বয়ে যায় ততই উষ্ণতা বাড়তে থাকে ফলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়তে থাকে।
(iii) ক্রান্তীয় মণ্ডলের মরুভূমি অঞ্চলের ওপর উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থানের কারণে শুষ্ক বায়ুস্রোত উপর থেকে নীচে নেমে আসে।
উল্লিখিত কারণগুলির প্রভাবে ক্রান্তীয়মণ্ডলে মহাদেশের পশ্চিমে দীর্ঘকাল বৃষ্টি না-হওয়ার কারণেই অঞ্চলগুলি মরুভূমিতে (সাহারা, কালাহারি, সোনেরান, আটাকামা, অস্ট্রেলিয়া) পরিণত হয়েছে।