WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

ভারতে প্রচলিত চারটি ভাষা বংশের নাম লেখ ও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও?

ভারতে প্রচলিত চারটি ভাষা বংশের নাম লেখ ও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও?

চারটি ভাষা বংশের নাম হল -
১. ইন্দো-ইউরোপীয়
২. ভোট চিনিয়
৩. দ্রাবিড়
৪. অস্ট্রিক

১. ইন্দো-ইউরোপীয় ভাষা বংশ :

ইন্দো ইউরোপীয় ভাষা ভারতের সর্বত্র প্রচলিত। ভারতে ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর ভাষা সংখ্যা প্রায় 574 টি। নব্য ভারতীয় আর্য ভাষা গুলি ছাড়া ভারতে প্রচলিত এই ভাষা বংশের অন্তর্গত ভাষা গুলি হল হিন্দি, কাশ্মীরি, ফারসি।

২. ভোট চিনিয় ভাষা বংশ :

পূর্বে অরুণাচল, পূর্ব আসামের কিছু অংশে এই ভাষাবংশ প্রচলিত। ভারতে প্রায় 226 টি ভাষা এই গোষ্ঠীর ভাষারূপে প্রচলিত। যেমন বর্মী, নাগা।

৩. দ্রাবিড় ভাষা বংশ :

ওড়িশা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, কর্নাটকে দ্রাবিড় ভাষা গোষ্ঠীর ব্যাপক প্রচলন। ভারতের ভাষাগোষ্ঠীর ভাষা সংখ্যা প্রায় 153 টি। যেমন - তামিল, তেলুগু, মালায়ালাম।

৪. অস্ট্রিক ভাষা বংশ :

হিমালয়ের পার্বত্য অঞ্চল, বাংলা, বিহার, অন্ধ্রপ্রদেশে এই ভাষা প্রচলিত। ভারতে প্রচলিত এই গোষ্ঠীর ভাষা সংখ্যা প্রায় 65 টি। যেমন - সাঁওতালি, মুন্ডারি, নিকবরি।

    এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন

■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url