একাদশ শ্রেণী সাহিত্যের ইতিহাস ব্যাকরণ ছোট প্রশ্ন - PART 1
Class 11 সাহিত্যের ইতিহাস সমস্ত ছোট প্রশ্ন ও উত্তর
1। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? এটি কোন সময়ে রচিত হয়?
> বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ। এটি খ্রি: দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয় (900-1200 খ্রি:)
2। চর্যাপদ এর প্রকৃত নাম কি?
> চর্যাপদ এর প্রকৃত নাম চর্যাগীতিকোষ।
3। কে কত সালে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
> 1907 সালে পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
4। চর্যাপদের কবির নাম লেখ।
> লুইপা, শবরপা।
5। চর্যাপদের ভাষাকে কি বলে?
> চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলে।
6। শ্রীকৃষ্ণ কীর্তন এর প্রকৃত নাম কি?
> শ্রীকৃষ্ণকীর্তন এর প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ।
7। শ্রীকৃষ্ণকীর্তন এর আবিষ্কারক ও কবি কে?
> শ্রীকৃষ্ণকীর্তনের কবি বড়ু চন্ডীদাস এবং আবিষ্কারক বসন্তরঞ্জন বিদ্যললভ।
8। শ্রীকৃষ্ণকীর্তন কবে কোথা থেকে আবিষ্কৃত হয়?
> 1909 সালে বাঁকুড়া জেলার কাকিলদা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর বাড়ির গোয়াল ঘরের মাচা থেকে।
9। চৈতন্য পূর্ববর্তী এবং পরবর্তী দুজন করে বৈষ্ণব কবির নাম করো?
> চৈতন্য পূর্ববর্তী কবি চন্ডীদাস বিদ্যাপতি এবং পরবর্তী কবি গোবিন্দ দাস, জ্ঞান দাস।
10। অভিনব জয়দেব বা মৈথিল কোকিল কোন কবিকে বলে?
> বিদ্যাপতি কে মৈথিল কোকিল বলা হয়।
11। বিদ্যাপতির ভাবশিষ্য বা দ্বিতীয় বিদ্যাপতি এবং চন্ডীদাসের ভাবশিষ্য কোন কবিকে বলা হয়?
> বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দ দাস কে এবং চন্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাস কে বলা হয়।
12। অনুবাদ সাহিত্যের প্রধান তিনটি ধারা কি? প্রত্যেক ধারার প্রধান কবি ও কাব্যের নাম কি?
> রামায়ণ : কৃত্তিবাস ওঝা ( শ্রী রাম পাঁচালী )
মহাভারত : কাশীরাম দাস ( ভারত পাঁচালী )
ভাগবত : মালাধর বসু ( শ্রী কৃষ্ণ বিজয় )
13। মঙ্গলকাব্যের প্রধান তিনটি ধারা কি কি ও দুজন কবির নাম লেখো ?
> মনসামঙ্গল - নারায়ণ দেব, বিজয় গুপ্ত।
চণ্ডী মঙ্গল - দ্বিজ মাধব বা মাধবাচর্য, মুকুন্দ রাম
ধর্ম মঙ্গল - ঘনরাম চক্রবর্তী, রুপরাম চক্রবর্তী।
14। চৈতন্য জীবনী কাব্যের নাম ও কবির নাম লেখ?
> চৈতন্যভাগবত - বৃন্দাবন দাস
চৈতন্যমঙ্গল - জয়া নন্দ, লোচন দাস।
শ্রী চৈতন্য চরিতামৃত - কৃষ্ণদাস কবিরাজ।
15। আরাকান রাজসভার দুজন কবি ও তাদের কাব্যের নাম লেখ?
> দৌলত কাজী - সতিময়না বা লোরচন্দ্রানী।
সৈয়দ আলাওল - পদ্মাবতী।
16। শাক্ত পদাবলীর দুজন কবির নাম লেখ।
> রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য।
17। মধ্যযুগের শেষ কবি কে ? তার শ্রেষ্ঠ কাব্যের নাম কি?
> মধ্য যুগের শেষ কবি রায়গুনাকর ভারতচন্দ্র ও তার কাব্যের নাম অন্নদামঙ্গল।
18। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কয়টি খন্ড আছে? দু একটি খন্ডের নাম লেখো ?
> শ্রীকৃষ্ণ কীর্তনে মোট 13 টি খন্ড আছে। জন্ম খন্ড, দান খন্ড, নৌকা খন্ড।
19। শ্রীকৃষ্ণ কীর্তন এর শেষ খন্ডের নাম কি?
> শ্রীকৃষ্ণ কীর্তন এর শেষ খন্ডের নাম রাধাবিরহ।
20। শ্রীকৃষ্ণ কীর্তনে কয়টি চরিত্র আছে ও কি কি?
> শ্রীকৃষ্ণ কীর্তনে 3 টি চরিত্র আছে। রাধা, কৃষ্ণ, বড়াই।
21। শ্রীকৃষ্ণ কাব্য কি জাতীয় রচনা?
> শ্রীকৃষ্ণ কাব্য একটি নাট্যগীতি।
22। মঙ্গলকাব্যের প্রধান ধারার নাম লেখ?
> মঙ্গলকাব্যের প্রধান ধারা গুলি হল শিবমঙ্গল, ষষ্ঠী মঙ্গল, দূর্গামঙ্গল।
23। কেতকাদাস ক্ষেমানন্দ এবং বিপ্রদাস বিপ্লব কোন মঙ্গলকাব্যের কবি?
> মনসামঙ্গল
24। কবি ভারতচন্দ্রের মৃত্যু কত সালে হয়?
> ভারতচন্দ্রের মৃত্যু হয় 1760 খ্রিস্টাব্দে।
>> একাদশ শ্রেণী ব্যাকরণ সাহিত্যের ইতিহাস part 2 <<
এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন
Related Questions ⁉️