WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

মৌর্য ও ম্যাসিডনিয় সাম্রাজ্য তুলনামূলক আলোচনা করো | একাদশ শ্রেণী ইতিহাস | Class XI History

মৌর্য ও ম্যাসিডনিয় সাম্রাজ্য তুলনামূলক আলোচনা করো

মৌর্য ও ম্যাসিডনিয় সাম্রাজ্য তুলনামূলক সাদৃশ্য

মৌর্য ও ম্যাসিডনিয় সাম্রাজ্যের মধ্যে যে সব বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করা যায় তা হল

  • সুবিশাল সাম্রাজ্যঃ
প্রতিবেশী ক্ষুদ্র রাজ্যগুলিকে একের পর এক দখল করে মৌর্য সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে ছিল, অন্যদিকে ম্যাসিডনিয় সম্রাট গ্রীক পোলিশ ও অন্যান্য অঞ্চলে দখল করে নিয়েছিলো। এক্ষেত্রে উভয় সাম্রাজ্যের প্রধান ভরসা ছিল সাম্রাজ্যবাদী নীতি ও সামরিক বাহিনী।

  • শাসন কাঠামো
চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে এক বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলেন , তিনি সামরিক বিচার রাজত্ব প্রভৃতি ব্যবস্থাকে সাজান। একইভাবে ম্যাসিডনিয় সম্রাট সুশাসনের উদ্দেশ্য গ্রহণ করেছিলেন।

  • কাল সিমা
মৌর্য সাম্রাজ্য ( খ্রিস্টপূর্ব 324 থেকে খ্রিস্টপূর্ব 487 অব্দ) 137 বছর টিকে ছিল। অন্যদিকে ম্যাসিডনিয় সাম্রাজ্য মাত্র 36 বছর (369 থেকে 323 খ্রিস্টপূর্ব )পর্যন্ত টিকে ছিল।

  • শিল্পকলা

মৌর্য সম্রাটের আমলে বিভিন্ন নির্মাণকার্যে উৎকর্ষতা লক্ষ্য করা যায়। মৌর্য রাজাদের শাসনকালে বিভিন্ন প্রাসাদ ,স্তুপ, গুহা, ইত্যাদি নির্মিত হয়েছিল। ম্যাসিডনিয় সম্রাটরাও কিছু কিছু নির্মাণকার্য করেন এবং 70 টি নতুন শহর প্রতিষ্ঠা করেন।

মৌর্য ও ম্যাসিডনিয় সাম্রাজ্য তুলনামূলক বৈসাদৃশ্য

  • সম্রাজ্যের আয়তন
মৌর্য সাম্রাজ্যের ব্যাপ্তি প্রধানত ভারতে সীমাবদ্ধ ছিল। ম্যাসিডনিয় সাম্রাজ্যের তুলনায় মৌর্য সাম্রাজ্যের আয়তন ছিল অনেক কম। ম্যাসিডনিয় সাম্রাজ্য গ্রীক ভূখণ্ড অতিক্রম করে ইউরোপ ,আফ্রিকা ও ভারত পর্যন্ত পৌঁছেছিল।

  • শাসন ব্যবস্থা
আলেকজান্ডার বিশাল সাম্রাজ্য দখল করলেও সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি। অন্যদিকে চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক এক সুদক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

  • সামরিক অগ্রগতি
সামরিক অগ্রগতির ক্ষেত্রে মৌর্য সাম্রাজ্য ম্যাসিডনিয় সাম্রাজ্যের তুলনায় অনেক কম দক্ষতার পরিচয় দিয়েছিল।

  • ধর্মের প্রসারে পার্থক্য
মৌর্য যুগে বিশেষ করে মৌর্য সম্রাট অশোকের শাসন কালে বৌদ্ধধর্ম ভারতের ভৌগোলিক সীমানা অতিক্রম করে দূর দেশে ছড়িয়ে পড়েছিল, কিন্তু ম্যাসিডনিয় সম্রাট নিজেদের ধর্মের প্রসারে কোন উদ্যোগ গ্রহণ করেননি।

  • সংস্কৃতির সংমিশ্রণ গত পার্থক্য
মৌর্য শিল্পকলায় বিদেশি প্রভাব থাকলেও সভ্যতা ও সংস্কৃতি ছিল বিদেশি প্রভাব মুক্ত কিন্তু ম্যাসিডনিয় সাম্রাজ্যের সংস্কৃতি ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়।
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url