মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণ গুলি কি ছিল | একাদশ শ্রেণী ইতিহাস | Class XI History Suggestions

মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণ গুলি কি ছিল?

প্রাচীন সভ্যতা গড়ে আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কালের বিভিন্ন কারণে পতন ঘটেছিল।

1 জলবায়ুর পরিবর্তন

ঐতিহাসিক অনুমান নির্ভর অঞ্চলের জলবায়ু পরিবর্তন ঘটায় বৃষ্টিপাত কমে যায়। দীর্ঘদিন অনাবৃষ্টি হওয়ার ফলে সমগ্র অঞ্চলটি ধীরে ধীরে মরুভূমির রূপ নেওয়া শুরু করলো ফলে অন্যত্র সরে যেতে থাকে।

2. প্রাকৃতিক বিপর্যয়

বন্যা বা ভূমিকম্প এই দুই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কোন একটি মেহেরগড় সভ্যতার পতনের জন্য দায়ী ছিল বলে অনেক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মনে করেন।

3. বাসভূমির পরিবর্তন

পণ্ডিতদের অনুমান মেহেরগড় বাসি উন্নত জীবনযাপন অনিশ্চিত খাদ্য সংস্থা নিয়ে হরপ্পা মহেঞ্জোদারো দিকে বসবাস শুরু করে।

4. বহিঃশত্রুর আক্রমণ

মেহেরগড় এর সঙ্গে ইরান, আফগানিস্তান, তুর্কিমিনিস্তান এর বাণিজ্যিক সম্পর্কের সূত্র ধরে বিদেশি শত্রুরা এখানে আসে ও আক্রমণ চালিয়ে যেতে এই সভ্যতা কে ধ্বংস করে বলে কোন কোন ঐতিহাসিকগণ মনে করেন।
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.