ষোড়শ মহাজনপদ কি ( What is the sixteenth Mahajanapada )

ষোড়শ মহাজনপদ কি

ষোড়শ মহাজনপদ কি

বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরনিকায় জৈনগ্রন্থ ভগবতী সূত্রে হিন্দু পুরাণ প্রকৃতি থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কোন ঐক্যবদ্ধ কোন কেন্দ্রীয় শক্তি ছিলনা। উক্ত সাহিত্যিক উপাদান গুলি থেকে এই সময় উত্তর ভারতে ছোট ছোট অস্তিতের কথা জানা যায়, এই ক্ষুদ্র রাজ্যগুলিকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলে

ষোড়শ মহাজনপদ এর বিভিন্ন রাজ্য গুলি হল -----

 ষোড়শ মহাজনপদের রাজ্য গুলির অবস্থান ছিল আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর উপকূলের মধ্যবর্তী অঞ্চল রাজ্য গুলি হল.....

 1 কাশি 

এর অবস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের পূর্বদিকে।

 2 কৌশল

 এর অবস্থান ছিল বর্তমান অযোধ্যা ও শ্রাবন্ত।

3 অঙ্গ

 এর অবস্থান ছিল বর্তমান পূর্ব বিহার, এই রাজ্যের রাজধানী ছিল চম্পা।

4 মগধ

মগধের অবস্থান ছিল বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলা, এর প্রথম রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ পরে পাটলিপুত্র রাজধানী স্থানান্তরিত হয়।

5 ব্রিজি

 এর অবস্থান ছিল বর্তমান উত্তর বিহারে রাজধানী ছিল বৈশালী।

6 মল্ল

এর অবস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুরজেলা,রাজধানী ছিলো কুশিনগর।

7 চেদি

 এর অবস্থান বর্তমান কুন্ডেলখন্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চল, রাজধানী ছিল বিরাট নগর।

8 বৎস 

এর অবস্থান ছিল বর্তমান এলাহাবাদের নিকটবর্তী গঙ্গার তীর,এর রাজধানী ছিল কসাম্বি।

9 কুরু 

 এর অবস্থান ছিল বর্তমান দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল, রাজধানী ছিল ইন্দ্রপস্ত ।

10 পাঞ্চাল

এর অবস্থান ছিল বর্তমান রহিল খন্ড উত্তর ভারতে পাঞ্জাবে রাজধানী ছিল অহৈছাত্র এবং দক্ষিণ অঞ্চলের রাজধানী ছিল কম্পিল্ল।

11 মৎস 

 এর অবস্থান ছিল বর্তমান রাজপুতানার জয়পুর, এর রাজধানী ছিল বিরাট নগর।

12 শুরসেন 

 এর অবস্থান ছিল যমুনা নদীর তীরে মথুরা অঞ্চল এর রাজধানী ছিল মথুরা ।

13 অস্মোক 

 এর অবস্থান ছিল বর্তমান গদাবরী উপত্যকা অঞ্চল বা পাটলি এর রাজধানী ছিল পোটালি ।

14 অবন্তী

এর অবস্থান ছিল বর্তমান মালব ও প্রদেশের কিছু অংশে এর উত্তরাংশে রাজধানী ছিল উজ্জয়িনী ও দক্ষিণাংশে রাজধানী ছিলো মাহিসমতি ।

15 গান্ধার

এর অবস্থান ছিল বর্তমান বাউয়ালপিণ্ড ও কাশ্মীর উপত্যকা, এর রাজধানী ছিল তক্ষশীলা।

16 কোম্বজ 

 অবস্থান ছিল বর্তমান দক্ষিণ-পশ্চিম কাশ্মীর, এর রাজধানী ছিল রাজপুর।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।