WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

জনপদ ও মহাজনপদের এর পার্থক্য | The difference between Janapada and Mahajanapada | Class 11 History | একাদশ শ্রেণী ইতিহাস

জনপদ ও মহাজনপদের এর পার্থক্য 


সংজ্ঞা 
1। জনপদ বলতে বৈদিক যুগের উপজাতীয় আর্য গুষ্টির ক্ষুদ্র আবাসভূমি বা অঞ্চলকে বোঝায়।

1। মহাজনপদ বলতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের যুগে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অবস্থিত বৃহৎ রাজ্যগুলি কী বোঝায়

যুগ 
2।জনপদ ছিলো ভারতের লোহযুগের রাজনৈতিক ধারনা।

2। মহাজনপদ ছিলো লোহযুগের অনেক পরবর্তীকালে ধারণা।

উত্থান
3। মহাকাব্যের যুগে জনপদগুলি তার চূড়ান্ত রূপ পরিগ্রহ।

3। মহাকাব্যের জনপদ গুলি ধারাবাহিক লড়াইয়ের মাধ্যমে বৃহত্তম জনপদে পরিণত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদ গুলির চূড়ান্ত বিকাশ ঘটে।

আয়তন
4। আর্যদের উপজাতীয় জীবনের জনপথ গুলির আয়তন ছিল মহাজনপদের আয়তনের তুলনায় অনেক ক্ষুদ্র।

4। বিভিন্ন জনপদ সংযুক্ত হয়ে এক একটি মহাজনপদ গড়ে ওঠে ছিল বলে মহাজনপদ গুলির আয়তন ছিল জনপদের চেয়ে বড়।

শাসকের ক্ষমতা
5। জনপদ গুলোর শাসক ক্ষমতা ছিল তুলনামূলকভাবে কম।

5। মহাজনপদ গুলির শাসকদের ক্ষমতা ছিল জনপদ গুলির শাসকদের চেয়ে বেশি।

রাজনৈতীক জীবন
6। জনপদ যুগে ভারতের রাজনৈতিক ইতিহাসের প্রাথমিক পর্যায়ে আপত্তি।

6। মহজনপদ এর যুগে ভারতের রাজনৈতিক চেতনা যথেষ্ট বিকশিত হয়েছিল।

কর ব্যবস্থা
7। জনপদ যুগে সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে ওঠেনি।

7। মহাজনপদ এর যুগে রাজা বা শাসক সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে তোলেন এবং নাগরিকরা তাকে নিয়মিত করে দিতে বাধ্য ছিলেন।
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url