কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাস করতে পরিণত হয়? Class 11 | একাদশ শ্রেণী | ইতিহাস | History

* কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাস করতে পরিণত হয়?


🟢 হাতিয়ার---

       আধুনিক মানুষের অভাব এর আগেই অন্য মানুষের উন্মুক্ত হাতিয়ার ছিল। তারা পাথর ও লাঠি ব্যবহার জানতো এর বেশি ব্যবহার জানত না। মানুষ পরিবর্তিত কালো পাথর দিয়ে নানা রকম হাতিয়ার তৈরি করে যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাদের হাতে আরো উন্নত হয়।

🟢 পশু শিকারের অংশগ্রহণ---

        আদিম মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার। শিকারী অংশগ্রহণ করত, বনে সিংহ ও বন্য পশুকে হত্যা করা সম্ভব নয় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই দলবদ্ধ ভাবে পশু শিকাররের উপলব্ধি করা হয়। এই ভাবেই দলবদ্ধভাবে শিকার করতে থাকে।

🟢 দলবদ্ধ ও গোষ্ঠীবদ্ধ ---

       ক্রমে আন্তরিক গোষ্ঠীর জন্ম হল, প্রতিটি মানব গোষ্ঠীর নির্দিষ্ট এলাকার স্বীকার করতে, কখনো খুব বড় শিকার করার ক্ষেত্রে এরা দলবদ্ধ হয়ে কাজ করে।

🟢 সংবন্টন

     শিকারের পর তারা প্রাপ্ত মাংস সমানভাবে ভাগ করে নিত। প্রথম দিকে ওরা কাঁচা মাংস খেত, আগুন ব্যবহার শিখে আগুনে পুড়িয়ে মাংস খাওয়ার অভ্যাস করে।

🟢 নারীর খাদ্য সংগ্রহ--

         আদিম মানুষেরা যখন হাতিয়ার দিয়ে পশুর মাংস সংগ্রহ চেষ্টা চালাত তখন নারীরা নিকটবর্তী জঙ্গল থেকে ফলমূল শাকসবজি সংগ্রহ করতো তাদের পরিবারের জন্য এবং এইগুলি রাখার জন্য মাটির পাত্র তৈরি করত।

🟢 পশুপালন---

       পরবর্তী যুগে মানুষ ধীরে ধীরে পশু পালনের প্রয়োজনীয়তা অনুভব করল । তারা ভেবে দেখল বনের পশুকে একসাথে না মেরে তাদের পালন করে তার থেকে মাংস, দুধ সংগ্রহ করা যায় তাই তারা পশুপালন শিখল ।

🟢 লোম ও হাড় সংগ্রহ---

          প্রথম দিকে মানুষ পশুর লোম কে নিজের গায়ে ঢেকে লজ্জা নিবারণ করত । তারপর লোম দিয়ে কাপড় বোনায় সেগুলো শীত থেকে রক্ষা পাওয়া যেত।
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.