JOIN & SUBSCRIBE

সাম্রাজ্য বলতে কী বোঝায় ? এর প্রধান বৈশিষ্ট্য গুলি কি? | একাদশ শ্রেণী | ইতিহাস | Class 11

সাম্রাজ্য বলতে কী বোঝায় এর প্রধান বৈশিষ্ট্য গুলি কি?

সাম্রাজ্যে সংজ্ঞা

ইংরেজি empire এর বাংলা প্রতিশব্দ হলো সাম্রাজ্য। ইংরেজি empire শব্দটি লাতিন শব্দ imoerium থেকে এসেছে যার অর্থ হলো শক্তি।

সাম্রাজ্যে সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন পন্ডিত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে আলোচনা করেছেন।

সাধারণভাবে সাম্রাজ্যবাদী রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের অন্তর্গত একজন সম্রাট, সমাজ এর অধীনে থাকা এবং বিস্তৃত ভূখণ্ড বিভিন্ন রাজ্যের চেয়ে বিস্তৃত হবে সেখানে সর্বদা বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের মানুষের বসবাস থাকবে এবং সেই সব জাতি বা সম্প্রদায় কে শাসন করার উদ্দেশ্যে সম্রাটের সুনির্দিষ্ট শাসন কাঠামো থাকবে।

অন্যভাবে বলা যায় সাম্রাজ্য হল কোন শাসকের নেতৃত্বধীন সেই ভৌগলিক অঞ্চল, যে অঞ্চলে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে রাষ্ট্রীয় সীমানার প্রসার ঘটায়।

আবার কেউ কেউ মনে করেন যে যখন কোন ভূখণ্ডের শাসক সম্রাট উপাধি ধারণ করেন তখন তার অধীনস্থ রাষ্ট্রকে  সাম্রাজ্য বলা যেতে পারে।

রাজনৈতিক ধারণা অনুসারে সাম্রাজ্যে বলতে ভৌগলিক বিস্তৃত বিভিন্ন রাজ্য ও জাতির ঐক্যবদ্ধ বোঝায়, যেখানে শাসনকার্য পরিচালনা করে কোন রাজতন্ত্র অথবা কয়েক জনের ক্ষুদ্র গোষ্ঠী।

বৈশিষ্ট্য

উপযুক্ত বক্তব্য থেকে আমরা সাম্রাজ্যের কয়েকটি বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারি --

প্রথমত :
সম্রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করা ।

দ্বিতীয়তঃ 
সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বিশাল আয়তন ।

তৃতীয়তঃ 
সম্রাজ্যের প্রধান শাসক বা সম্রাট রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী।

 চতুর্থ:
 সাম্রাজ্য হল কোন একটি কর্তৃপক্ষের অধীনস্থ কতগুলি রাজ্যের একটি জোট।

 পঞ্চম :
সাম্রাজ্য শাসন ক্ষমতা পরিচালিত হয় কোন রাস্তা অভিজাততন্ত্রের দ্বারা।

 ষষ্ঠ :
সাম্রাজ্য বিভিন্ন জাতির অস্তিত্ব বর্তমান।

 সপ্তম:
 জাতির সংস্কৃতি ধর্ম প্রভৃতি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে।


Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.