স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পটভূমি কি ছিল ? | Class 12 History Suggestions
Class 12 History Suggestions | History Important Long Questions Answers
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পটভূমি কি ছিল
1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ বিভাজিত হয়ে ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্র সৃষ্টি হয়, ভারত বিভাগ সূত্রে বঙ্গ প্রদেশ ও দিখণ্ডিত হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় পূর্ববঙ্গের মুসলিম সম্প্রদায় সেদিন মহ আলি জিন্না কে তাদের রক্ষা কর্তা হিসাবে জাতির পিতা বলে। এবং তারা স্লোগান দিয়েছিলেন "এক জাতি মুসলমান"এক রাষ্ট্র পাকিস্তান এক নেতা কায়েদ এ আজম ।
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পটভূমি
পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ফলে পূর্ববঙ্গকে 1971 খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে সার্বভৌম স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশের প্রেক্ষাপট হিসেবে বিভিন্ন ঘটনা কার্যকারী ভূমিকা পালন করে -
- A. প্রশাসনিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে প্রশাসনিক পদেই পশ্চিম পাকিস্তানদের বসানো হয়েছিল।
- B. অর্থনৈতিক দিক দিয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শোষণের শিকার হয়েছিল শিল্পায়নে বৈষম্য করা হয়েছিল সব শিল্প গড়ে তোলা হয় পশ্চিম পাকিস্তানে।
- C. সাংস্কৃতিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের আধিপত্য বজায় রাখা হয়েছিল ।
- D . সব ব্যাপারে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের বাঙালির ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল।
- A. নির্বাচনে মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেযেছিলো।
- B. ইয়াহিয়া খানের ঘোষণা অনুসারে 1970 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর পাকিস্তানের দুই অংশে নির্বাচন হয়।
- C. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নানা আছোলায় মুজিবুর রহমানের আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেননি।
ইতিমধ্যে রাজাকার বাহিনী শান্তিপূর্ণ জমায়েত গ্রাম শহরের লোকালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে 267 দিন ধরে নির্বাচনের হত্যালীলা চালায় এতে নিহতের সংখ্যা 10 লক্ষ্য থেকে 30 লক্ষ্য ছিল বলে অনেকে মনে করেন । অন্তত 8 লক্ষ্য বাঙালি নারী ধার্যতা হন। সরকার শীঘ্রই মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবর কে গ্রেপ্তার করে, জাতীয়তাবাদী নেতারা ভারতে আশ্রয় নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করে।