WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় (অতীত সরণ) সমস্ত ছোট প্রশ্ন ও উত্তর [YEAR] । class 12 itihaas | Class 12 History Notes

Class 12 First Chapter All Short Questions And Answers | class 12 itihaas


1. জনশ্রুতি কি ?

উ: যখন কোনো ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের যথার্থতার প্রমাণের অভাব থাকে এবং যে অতীত কাহিনীগুলো বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় তাকে জনশ্রুতি বলে।

2. জনশ্রুতি কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উ: জনশ্রুতি কে পাঁচ ভাগে ভাগ করা যায় - ১) পৌরাণিক কাহিনী, ২) কিংবদন্তি, ৩) লোককথা, ৪) সৃতিকথা, ৫) মৌখিক ঐতিহ্য

3. জনশ্রুতির কাহিনী সংগ্রহ করার কাজ কারা প্রথম শুরু করেছিল ?
উ: উনবিংশ শতকের শুরুতে জার্মানির জোকব গ্রিস ও উইল হেম গ্রিস নামে দুই ভাই প্রথম জনশ্রুতির কাহিনী সংগ্রহের কাজ শুরু করেছেন।

4. ইতিহাসমালা কার লেখা ?
উ: ইতিহাসমালা উইলিয়াম ক্যারির লেখা।

5. জনশ্রুতির সংগ্রহের কাজ করে এমন কয়েকজন গবেষক এর নাম লেখ ।

উ: জনশ্রুতির সংগ্রহের কাজ করে এমন কয়েকজন গবেষকদের নাম হল - লালবিহারি দে, কে এল পাসকার ।

6. পৌরাণিক কাহিনী কাকে বলে ?
উ: প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদান গুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে ।
উদা: হোমারের লেখা ইলিয়াড ও ওডিসিন, হিন্দুপুরান, রামায়ণ, মহাভারত ।

7. জে. এফ. বিয়ারলেইন কোন বিষয়ের ওপর গবেষণা করেছিল?
উ: জে. এফ. বিয়ারলেইন পৌরাণিক কাহিনীর ওপর গবেষণা করেছিল।

8. কিংবদন্তি কি?
উ: পূর্বকালে বিশেষ কোনো ভোজ উৎসবে যখন কোন সন্ন্যাসী বা ধর্মগুরুর জীবন বৃত্তান্ত কথিত বা গীত হতো তখন তার নাম হয় কিংবদন্তি।
সাধারণভাবে বলা যায় ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথাসাহিত্যের রুপবিশিষ্ট লোককাহিনী হলো কিংবদন্তি ।

9. লোককথা কি?
উ: লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্প কথা এবং এক ধরনের ঐতিহ্যবাদী লৌকিক সাহিত্য যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনার ব্যাখ্যা বা উপলব্ধির চেষ্টা করা হয় ।
উদা - নারায়ণ পণ্ডিতের হিতপ্রদেশ, আলিবাবা চল্লিশ চোর।

10. লোককথা এপিকল বলতে কি বোঝ ?
উ: লোককথার বিশ্বজনীন মিলগুলির ভিত্তিতে লোককথায় কিছু মহা সূত্রাবলী নির্ধারিত হয়েছে, সেগুলি লোককথা এপিকল্ নামে পরিচিত।

11. পশুকথা কি ?
উ: পশুকে নিয়ে কল্পিত কথাকে পশুকথা বলে । পশুকথায় পাখিদের চারিত্রিক গুণাবলী তুলে ধরা হয়।

12. স্মৃতিকথা কি ?
উ: যে উপন্যাস ধর্মী সাহিত্যে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণ করে থাকেন তাকে স্মৃতিকথা বলে।

13. মৌখিক ঐতিহ্য কাকে বলে ?
উ: মৌখিক ঐতিহ্য হল এমন এক সংস্কৃতিগত ধারনা যা এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে লোকমুখী হয়।

14. কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস কবে কে প্রতিষ্ঠা করেন ?
উ: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান নিভিনস ১৯৪৮ খ্রি: প্রতিষ্ঠা করেন।

15. কোথাকার ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন ও ওরাল হিস্ট্রি সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

উ: আমেরিকার মৌখিক ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন ও ব্রিটিশ মৌখিক ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি সোসাইটি প্রতিষ্ঠা করেন ।

16. হিস্ট্রি অফ হিন্দুস্থান গ্রন্থটি কে কবে রচনা করেন?
উ: আলেকজান্ডার ডাফ 1770 খ্রি:.

17. কবে কর উদ্দেশ্যে কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় ?
উ: প্রাচ্য বিদ্যাচর্চার উদ্দেশ্যে হেস্টিংসের উদ্দেশ্যে উইলিয়াম জোনস ১৭৮৪ খ্রি: কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ।

18. ব্যাপটিস্ট মিশন কবে কারা প্রতিষ্ঠা করেন ?
উ: উইলিয়াম কেরি, যোসুয়া, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড ১৮০০ খ্রি: প্রতিষ্ঠা করেন ।

19. কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
উ: ইংরেজ শাসক লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রি: কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

20. ইতিহাসের জনক কাকে বলা হয়?
উ: ইতিহাসের জনক হলেন হেরোডোটাস।

21. বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়?
উ: বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন থুকিডিডিস ।

22. আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
উ: ইবন খালদুনকে।

23. চৈনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
উ: সিমাকিয়ান।

24. মিউজিশিয়ান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উ: গ্রীক শব্দ Mouseion থেকে Museum শব্দটি এসেছে।

25. জাদুঘর কাকে বলা হয় ?
উ: বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে যেগুলি প্রতিষ্ঠান ভা ভবনে সংরক্ষিত করে রাখা হয় সেইসব প্রতিষ্ঠানকে জাদুঘর বলে।

26. পৃথিবীর প্রাচীনতম জাদুঘরের নাম কি ?
উ: ৫৩০ খ্রি: পূর্বাবদে মেসোপটেমিয়ার এননিগালডি - নাম্নার জাদুঘরকে সিকৃতি দেওয়া হয়।

27. প্রকৃতপক্ষে সর্বসাধারণের প্রদর্শনের জন্য কবে কোন জাদুঘরটি খোলা হয়?
উ: ইতালির রোমে ১৪৭১ খ্রি: ক্যাপিটোলাইন মিউজিয়ামটি খোলা হয়।

28. ভ্যাটিকান মিউজিয়াম কবে প্রতিষ্ঠা করা হয়?
উ: ১৫০৬ খ্রি: পোপ দ্বিতীয় যুলিয়াসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

29. প্রথম আধুনিক জাদুঘর বলা হয় কোন মিউজিয়াম কে ?
উ: দ্যা অ্যাসমোলিয়ান মিউজিয়ামটি আধুনিক জাদুঘর নামে পরিচিত।

30. বিশ্বকোষ জাদুঘর বলা হয় কোন জাদুঘরকে ?

উ: ১৭৫৩ খ্রি: লন্ডনে প্রতিষ্ঠিত হয় । ১৭৫৯ খ্রি: এটি জনসাধারণের জন্য খুলে রাখা হয়। 

31. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
উ: লুভর মিউজিয়ামটি ফ্রান্সের প্যারিস শহরে প্রতিষ্ঠিত।

32. দুটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নাম লেখো?
উ: ক) অ্যাগ্রো অফ এথেন্স খ) রোমান ফোরাম ।

33. একটি শিল্প জাদুঘরের নাম লেখো?
উ: ১৬৭৭ খ্রি: প্রতিষ্ঠিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাসমোলিয়াম জাদুঘর হলো পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিল্প জাদুঘর।

34. হাজার দুয়ারী কি ধরনের জাদুঘর?
উ: ঐতিহাসিক গৃহ জাদুঘর

35. দুটি জীবন্ত জাদুঘরের নাম লেখো?
উ: ক) স্কানসের মিউজিয়াম ( সুইডেন) , খ) কলোনিয়াল উইলিয়ামস বার্গ।

36. দুটি সামুদ্রিক জাদুঘরের নাম লেখো?
উ: ক) মেরিনার্স মিউজিয়াম , খ) মিস্টিক বিফসিফট।

37. দুটি সামরিক জাদুঘরের নাম লেখো?
উ: ক) দ্যা নেশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম, খ) কানাডিয়ান ওয়ার মিউজিয়াম।

38. দুটি প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের উদাহরণ দাও।
উ: ক) লন্ডনের নাচারাল হিস্ট্রি মিউজিয়াম, খ) ওয়াশিংটনের নেশানাল মিউজিয়াম অফ নাচরাল হিস্ট্রি।

39. একটু বিজ্ঞান জাদুঘরের নাম লেখো?
উ: শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলো একটি বিজ্ঞান জাদুঘরের উদাহরণ।

40. খোলা আকাশের নিচে একটি জাদুঘরের নাম লেখো?
উ: নরওয়ের অস্ল শহরের কাছে নির্মিত দ্বিতীয় অস্কারের জাদুঘরটি হলো খোলা আকাশের নিচে একটি জাদুঘর ।

41. একটি ক্ষণস্থায়ী জাদুঘরের নাম লেখ ?
উ: মিউজিয়াম অফ নিউ আর্ট

42. দুটি নেট জাদুঘরের নাম লেখো ?
উ: ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা , নেশনাল্ মিউজিয়াম অফ দ্যা ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স ।
■ More Posts from -
Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous 6.5.22

    পৌরাণিক কাহিনীর ইংরেজি নাম কি

    • StudyQuote
      StudyQuote 7.5.22

      Mythology

Add Comment
comment url