দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় (অতীত সরণ) সমস্ত ছোট প্রশ্ন ও উত্তর [YEAR] । class 12 itihaas | Class 12 History Notes

Class 12 First Chapter All Short Questions And Answers | class 12 itihaas


1. জনশ্রুতি কি ?

উ: যখন কোনো ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের যথার্থতার প্রমাণের অভাব থাকে এবং যে অতীত কাহিনীগুলো বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় তাকে জনশ্রুতি বলে।

2. জনশ্রুতি কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উ: জনশ্রুতি কে পাঁচ ভাগে ভাগ করা যায় - ১) পৌরাণিক কাহিনী, ২) কিংবদন্তি, ৩) লোককথা, ৪) সৃতিকথা, ৫) মৌখিক ঐতিহ্য

3. জনশ্রুতির কাহিনী সংগ্রহ করার কাজ কারা প্রথম শুরু করেছিল ?
উ: উনবিংশ শতকের শুরুতে জার্মানির জোকব গ্রিস ও উইল হেম গ্রিস নামে দুই ভাই প্রথম জনশ্রুতির কাহিনী সংগ্রহের কাজ শুরু করেছেন।

4. ইতিহাসমালা কার লেখা ?
উ: ইতিহাসমালা উইলিয়াম ক্যারির লেখা।

5. জনশ্রুতির সংগ্রহের কাজ করে এমন কয়েকজন গবেষক এর নাম লেখ ।

উ: জনশ্রুতির সংগ্রহের কাজ করে এমন কয়েকজন গবেষকদের নাম হল - লালবিহারি দে, কে এল পাসকার ।

6. পৌরাণিক কাহিনী কাকে বলে ?
উ: প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদান গুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে ।
উদা: হোমারের লেখা ইলিয়াড ও ওডিসিন, হিন্দুপুরান, রামায়ণ, মহাভারত ।

7. জে. এফ. বিয়ারলেইন কোন বিষয়ের ওপর গবেষণা করেছিল?
উ: জে. এফ. বিয়ারলেইন পৌরাণিক কাহিনীর ওপর গবেষণা করেছিল।

8. কিংবদন্তি কি?
উ: পূর্বকালে বিশেষ কোনো ভোজ উৎসবে যখন কোন সন্ন্যাসী বা ধর্মগুরুর জীবন বৃত্তান্ত কথিত বা গীত হতো তখন তার নাম হয় কিংবদন্তি।
সাধারণভাবে বলা যায় ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথাসাহিত্যের রুপবিশিষ্ট লোককাহিনী হলো কিংবদন্তি ।

9. লোককথা কি?
উ: লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্প কথা এবং এক ধরনের ঐতিহ্যবাদী লৌকিক সাহিত্য যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনার ব্যাখ্যা বা উপলব্ধির চেষ্টা করা হয় ।
উদা - নারায়ণ পণ্ডিতের হিতপ্রদেশ, আলিবাবা চল্লিশ চোর।

10. লোককথা এপিকল বলতে কি বোঝ ?
উ: লোককথার বিশ্বজনীন মিলগুলির ভিত্তিতে লোককথায় কিছু মহা সূত্রাবলী নির্ধারিত হয়েছে, সেগুলি লোককথা এপিকল্ নামে পরিচিত।

11. পশুকথা কি ?
উ: পশুকে নিয়ে কল্পিত কথাকে পশুকথা বলে । পশুকথায় পাখিদের চারিত্রিক গুণাবলী তুলে ধরা হয়।

12. স্মৃতিকথা কি ?
উ: যে উপন্যাস ধর্মী সাহিত্যে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণ করে থাকেন তাকে স্মৃতিকথা বলে।

13. মৌখিক ঐতিহ্য কাকে বলে ?
উ: মৌখিক ঐতিহ্য হল এমন এক সংস্কৃতিগত ধারনা যা এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে লোকমুখী হয়।

14. কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস কবে কে প্রতিষ্ঠা করেন ?
উ: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান নিভিনস ১৯৪৮ খ্রি: প্রতিষ্ঠা করেন।

15. কোথাকার ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন ও ওরাল হিস্ট্রি সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

উ: আমেরিকার মৌখিক ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন ও ব্রিটিশ মৌখিক ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি সোসাইটি প্রতিষ্ঠা করেন ।

16. হিস্ট্রি অফ হিন্দুস্থান গ্রন্থটি কে কবে রচনা করেন?
উ: আলেকজান্ডার ডাফ 1770 খ্রি:.

17. কবে কর উদ্দেশ্যে কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় ?
উ: প্রাচ্য বিদ্যাচর্চার উদ্দেশ্যে হেস্টিংসের উদ্দেশ্যে উইলিয়াম জোনস ১৭৮৪ খ্রি: কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ।

18. ব্যাপটিস্ট মিশন কবে কারা প্রতিষ্ঠা করেন ?
উ: উইলিয়াম কেরি, যোসুয়া, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড ১৮০০ খ্রি: প্রতিষ্ঠা করেন ।

19. কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
উ: ইংরেজ শাসক লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রি: কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

20. ইতিহাসের জনক কাকে বলা হয়?
উ: ইতিহাসের জনক হলেন হেরোডোটাস।

21. বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়?
উ: বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন থুকিডিডিস ।

22. আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
উ: ইবন খালদুনকে।

23. চৈনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
উ: সিমাকিয়ান।

24. মিউজিশিয়ান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উ: গ্রীক শব্দ Mouseion থেকে Museum শব্দটি এসেছে।

25. জাদুঘর কাকে বলা হয় ?
উ: বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে যেগুলি প্রতিষ্ঠান ভা ভবনে সংরক্ষিত করে রাখা হয় সেইসব প্রতিষ্ঠানকে জাদুঘর বলে।

26. পৃথিবীর প্রাচীনতম জাদুঘরের নাম কি ?
উ: ৫৩০ খ্রি: পূর্বাবদে মেসোপটেমিয়ার এননিগালডি - নাম্নার জাদুঘরকে সিকৃতি দেওয়া হয়।

27. প্রকৃতপক্ষে সর্বসাধারণের প্রদর্শনের জন্য কবে কোন জাদুঘরটি খোলা হয়?
উ: ইতালির রোমে ১৪৭১ খ্রি: ক্যাপিটোলাইন মিউজিয়ামটি খোলা হয়।

28. ভ্যাটিকান মিউজিয়াম কবে প্রতিষ্ঠা করা হয়?
উ: ১৫০৬ খ্রি: পোপ দ্বিতীয় যুলিয়াসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

29. প্রথম আধুনিক জাদুঘর বলা হয় কোন মিউজিয়াম কে ?
উ: দ্যা অ্যাসমোলিয়ান মিউজিয়ামটি আধুনিক জাদুঘর নামে পরিচিত।

30. বিশ্বকোষ জাদুঘর বলা হয় কোন জাদুঘরকে ?

উ: ১৭৫৩ খ্রি: লন্ডনে প্রতিষ্ঠিত হয় । ১৭৫৯ খ্রি: এটি জনসাধারণের জন্য খুলে রাখা হয়। 

31. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
উ: লুভর মিউজিয়ামটি ফ্রান্সের প্যারিস শহরে প্রতিষ্ঠিত।

32. দুটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নাম লেখো?
উ: ক) অ্যাগ্রো অফ এথেন্স খ) রোমান ফোরাম ।

33. একটি শিল্প জাদুঘরের নাম লেখো?
উ: ১৬৭৭ খ্রি: প্রতিষ্ঠিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাসমোলিয়াম জাদুঘর হলো পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিল্প জাদুঘর।

34. হাজার দুয়ারী কি ধরনের জাদুঘর?
উ: ঐতিহাসিক গৃহ জাদুঘর

35. দুটি জীবন্ত জাদুঘরের নাম লেখো?
উ: ক) স্কানসের মিউজিয়াম ( সুইডেন) , খ) কলোনিয়াল উইলিয়ামস বার্গ।

36. দুটি সামুদ্রিক জাদুঘরের নাম লেখো?
উ: ক) মেরিনার্স মিউজিয়াম , খ) মিস্টিক বিফসিফট।

37. দুটি সামরিক জাদুঘরের নাম লেখো?
উ: ক) দ্যা নেশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম, খ) কানাডিয়ান ওয়ার মিউজিয়াম।

38. দুটি প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের উদাহরণ দাও।
উ: ক) লন্ডনের নাচারাল হিস্ট্রি মিউজিয়াম, খ) ওয়াশিংটনের নেশানাল মিউজিয়াম অফ নাচরাল হিস্ট্রি।

39. একটু বিজ্ঞান জাদুঘরের নাম লেখো?
উ: শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলো একটি বিজ্ঞান জাদুঘরের উদাহরণ।

40. খোলা আকাশের নিচে একটি জাদুঘরের নাম লেখো?
উ: নরওয়ের অস্ল শহরের কাছে নির্মিত দ্বিতীয় অস্কারের জাদুঘরটি হলো খোলা আকাশের নিচে একটি জাদুঘর ।

41. একটি ক্ষণস্থায়ী জাদুঘরের নাম লেখ ?
উ: মিউজিয়াম অফ নিউ আর্ট

42. দুটি নেট জাদুঘরের নাম লেখো ?
উ: ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা , নেশনাল্ মিউজিয়াম অফ দ্যা ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স ।
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.