ঠাকুর বাড়ির বিজ্ঞান চর্চা

ঠাকুর বাড়ির বিজ্ঞান চর্চা

বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞানচর্চার ইতিহাসে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অবদান অনস্বীকার্য । প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সমাজ সংস্কারক হিসেবে আধুনিক মনস্কতার পরিচয় দিয়েছিলেন। তিনি চিকিৎসা শিখায় যেমন অর্থদান করেছেন তেমনি শব ব্যবচ্ছেদ প্রবর্তনেও উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন । দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রনাথ আগ্রহ দেখিয়েছিলেন জ্যোতির্বিদ্যায় । পিতার কাছে রবীন্দ্রনাথ ও তার ভাই বোনেরা জ্যোতির্বিদ্যা চর্চা ও শিক্ষা গ্রহণ করেন । "বিশ্বপরিচয়" গ্রন্থে রবীন্দ্রনাথ পিতার এই দিকটি তুলে ধরেছেন । ভূতত্ত্ব , নৃতত্ত্ব, জীবতত্ব ইত্যাদি বিষয়েও দেবেন্দ্রনাথের আগ্রহ ছিল । তার জৈষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রানাথ গণিতের এক বিস্ময়কর প্রতিভা ছিলেন । ইউক্রীডের জ্যামিতি ছিল তার প্রিয় বিষয় । প্রেমেন্দ্রনাথ ঠাকুর মেডিক্যাল কলেজে চিকিৎসাবিদ্যার শিক্ষা নিয়েছিলেন । "প্রাকৃতিক বিজ্ঞানের স্থূলমর্ম " তার লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ । তাছাড়া জ্যোতিরিন্দ্রনাথ ফ্রেডলজি বা শিরোমিতি বিদ্যার চর্চা করতেন ।
                     বিজ্ঞান চর্চায় রবীন্দ্রনাথও উজ্বল ভূমিকা নেন । তার প্রথম গদ্য রচনা জ্যোতিরবিজ্ঞান বিষয়ক । "বিশ্বপরিচয়"  গ্রন্থে ছড়িয়ে আছে তার বিজ্ঞান নির্ভর নানা রচনার পরিচয় । দেবেন্দ্রনাথের চতুর্থ কন্যা স্বর্ণকুমারী দেবীর প্রবন্ধের বহুলাংশই বিজ্ঞান বিষয়ক যার পরিচয় বিবৃত রয়েছে "পৃথিবী" নামক গ্রন্থে। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধে বহুবিধ বিজ্ঞান স্থান পেয়েছে । সুবোধ চন্দ্র মহালানবিশের জীবতত্ব , জগদানন্দ রায়ের বায়ুনাভবিদ্যা , উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সৃষ্টির বিশালত্ব প্রবন্ধে সমালোচনামূলক প্রবন্ধও লিখেছেন রবীন্দ্রনাথ ।
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.