মানব উন্নয়ন সূচক (Human Development Index) কাকে বলে? এর নির্ধারক গুলির নাম লেখ।

মানব উন্নয়ন সূচক (Human Development Index)

যে সমস্ত সূচক বা মানের দ্বারা কোন দেশে অর্থনৈতিক উন্নয়নের স্তর নির্ধারণ করা হয় তাকে মানব উন্নয়ন সূচক বলে।

প্রবক্তা :
পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুব 1919 সালে এটির প্রথম ধারণা দেন।

নির্ধারক :
সম্মিলিত জাতিপুঞ্জ HDI এর স্তর নির্ধারণের জন্য তিনটি সূচকের কথা উল্লেখ করেন তা হলো -
i. প্রত্যাশিত আয়ুষ্কাল
ii. সাক্ষরতার হার
iii. মাথাপিছু মোট অভ্যন্তরীণ উৎপাদন

শ্রেণীবিভাগ :
এই তিনটি সূচকের উপর নির্ভর করে HDI এর মান 0 - 1 এর মধ্যে থাকে এবং পৃথিবীর সমস্ত দেশগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়।

1. উচ্চমানব HDI (.8 এর অধিক) : ইউরোপের প্রায় সব দেশ এর অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে নরওয়ের স্থান প্রথম।

2. মধ্যম HDI (0.5 - 0.8) : ভারত এই স্তরে রয়েছে যার স্থান হল ১৩৬ এবং সূচক হল 0.554 

3. নিম্ন HDI (0.5 এর কম) : নাইজেরিয়া হল সর্বনিম্ন দেশ এর স্থান হল 186 এবং মান হল 0.304
Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel