বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ

বিক্ষিপ্ত জনবসতি

প্রাকৃতিক আর্থসামাজিক ও মনস্তাত্ত্বিক কারণে ভূ প্রাকৃতিক অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি ও অরণ্য অঞ্চলে বিস্তৃত উর্বর কৃষি জমিতে এবং প্রতিকূল জলবায়ু অঞ্চলে ক্ষুদ্র পরিসরে কয়েকটি পরিবার একে অন্যের থেকে দূরে দূরে সম্পর্কহীন ও সংযোগহীন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে বসতি নির্মাণ করলে তাকে বিক্ষিপ্ত জনবসতি বলে।

বৈশিষ্ট্য:
১. বসতি বাড়িগুলি খুব দূরে দূরে অবস্থান করে।
২. বসতি গুলির মধ্যে সংযোগকারী রাস্তা বিশেষ উন্নত নয়।
৩. বাসিন্দাদের মধ্যে যোগাযোগ এবং ভাবের আদান-প্রদান কম থাকে।

বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ

বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ গুলি হল -

1. ভূ প্রকৃতি :
বন্ধুর ভূপৃষ্ঠ, ভূমির ঢাল, পাহাড়ের শীর্ষ, পর্বতের অভিক্ষিপ্তাংস বরাবর যেখানে ভূমি চাষ আবাদের অনুপযুক্ত কিংবা অনুর্বর মৃত্তিকা, স্থানে স্থানে বোল্ডারে ঢাকা সেখানে জনবসতি এত বিক্ষিপ্ত হয় যে একটি আবাসের অধীনে বহু একর জমি থাকে।

উদা : ভিল অথবা কুর্ক উপজাতিদের বসতি থেকে গন্ড উপজাতিদের হ্যামলেট টান্স পর্যন্ত সর্বত্র এই বসতি দেখা যায়।

2. ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট :
মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুবই অল্প সংখ্যক বসতি নিয়ে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা বসতি গুলিকেই হ্যামলেট বা ছোট গ্রাম বলে।

উদা : অন্ধপ্রদেশের আরাকু ভ্যালির কাছে কোটটা ভালাশা, পদ্মপুরম প্রভৃতি হল হ্যামলেট বা ক্ষুদ্র গ্রামের উদাহরণ।

3. জলবায়ু :
রুক্ষ জলবায়ু অঞ্চলে জমি কৃষির অনুপযুক্ত হয়, ফলে জনবসতি বিক্ষিপ্ত হয়। হিমালয়ের উঁচু অংশের ভূমি ভাগে, বনভূমি ও চারণ ভূমির বহন ক্ষমতা অনুসারে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে।

4. বন্যা :
বন্যার সময় গ্রামের অপেক্ষাকৃত উঁচু অংশ জলের উপরে জেগে থাকে। একটিমাত্র উঁচু অংশে সব গ্রামবাসী বাস করতে পারে না, তাই যতটা সম্ভব শুষ্ক অংশে বাস করার চেষ্টা করে। এই ধরনের বসতিকে শুষ্ক বিন্দু বসতি বলে। কিন্তু প্লাবন সমভূমিতে বন্যা হওয়ায় কৃষি কাজে সারা বছর না হয়ে ঋতু কালীন হয়।

ঊদা: গঙ্গা ও ঘর্ঘরা নদীর প্লাবনভূমিতে এ ধরনের বসতি দেখা যায়।

5. মৃত্তিকা :
অনুর্বর ও উর্বর উভয় প্রকার মাটিতে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। অনুর্বর মাটির খাদ্য সরবরাহের পরিমাণ কম তাই খন্ড খন্ড শ্রেণীতে কৃষিকাজ করা হয়। প্রতি খন্ডে একটি করে বাড়ি গড়ে ওঠে। এভাবে বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয়।

উদা: মালভূমি ও উচ্চ গাঙ্গেয় সমভূমিতে বিক্ষিপ্ত বসতি দেখা যায়।
Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel