WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

মিশর কার্পাস চাষে উন্নত কেন ?

মিশর কার্পাস চাষে উন্নত কেন ?

মিশরে হেক্টর প্রতি ৪০০ থেকে ৭০০ কেজি তুলা উৎপাদন হয়। এর উন্নতির কারণ গুলি হল -

প্রাকৃতিক কারণ

উষ্ণতা :
তুলা চাষের জন্য উপযুক্ত উষ্ণতা হল ২১ থেকে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড। মিশরে উপযুক্ত উষ্ণতা থাকায় এখানে তুলো চাষ ভালো হয়।

বৃষ্টিপাত :
মিশরে বার্ষিক ৫০ থেকে ৮০ সেমি বৃষ্টিপাত হয় যা তুলা চাষের জন্য আদর্শ।

মৃত্তিকা :
এখানে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থাসহ কৃষ্ণ, পলি ও দোআঁশ মাটি থাকায় এখানে তুলা চাষ ভালো হয়।

ভূপ্রকৃতি :
মিশরের নীলনদ অববাহিকায় সমতল জমিতে প্রচুর তুলা চাষ হয়।

অর্থনৈতিক কারণ

ব্যক্তিগত উদ্যোগ :
1822 সালে মোঃ আলীর প্রচেষ্টায় সারা মিশর জুড়ে নীল নদের সর্বত্র বাণিজ্যিক ভিত্তিতে তুলো চাষ হয়।

বাজার :
শিল্প বিপ্লবের পর ইউরোপের দেশ গুলিতে প্রয়োজনীয় তুলো উৎপাদন হতো না, তাই মিশর থেকে রপ্তানি করতো।

মূলধন :
প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ আলী ও তার পরিবারের প্রচেষ্টায় ইউরোপীয় বণিকদের বিপুল পুঁজি বিনিয়োগ করা হয়।

শ্রমিক :
মিশরীয় কৃষকরা তুলো চাষে বিশেষ দক্ষতা অর্জন করায় এখানে শ্রমিকের অভাব হয় না তাই এখানে তুলা চাষ বৃদ্ধি পেয়েছে।
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url