JOIN & SUBSCRIBE

মিশর কার্পাস চাষে উন্নত কেন ?

মিশর কার্পাস চাষে উন্নত কেন ?

মিশরে হেক্টর প্রতি ৪০০ থেকে ৭০০ কেজি তুলা উৎপাদন হয়। এর উন্নতির কারণ গুলি হল -

প্রাকৃতিক কারণ

উষ্ণতা :
তুলা চাষের জন্য উপযুক্ত উষ্ণতা হল ২১ থেকে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড। মিশরে উপযুক্ত উষ্ণতা থাকায় এখানে তুলো চাষ ভালো হয়।

বৃষ্টিপাত :
মিশরে বার্ষিক ৫০ থেকে ৮০ সেমি বৃষ্টিপাত হয় যা তুলা চাষের জন্য আদর্শ।

মৃত্তিকা :
এখানে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থাসহ কৃষ্ণ, পলি ও দোআঁশ মাটি থাকায় এখানে তুলা চাষ ভালো হয়।

ভূপ্রকৃতি :
মিশরের নীলনদ অববাহিকায় সমতল জমিতে প্রচুর তুলা চাষ হয়।

অর্থনৈতিক কারণ

ব্যক্তিগত উদ্যোগ :
1822 সালে মোঃ আলীর প্রচেষ্টায় সারা মিশর জুড়ে নীল নদের সর্বত্র বাণিজ্যিক ভিত্তিতে তুলো চাষ হয়।

বাজার :
শিল্প বিপ্লবের পর ইউরোপের দেশ গুলিতে প্রয়োজনীয় তুলো উৎপাদন হতো না, তাই মিশর থেকে রপ্তানি করতো।

মূলধন :
প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ আলী ও তার পরিবারের প্রচেষ্টায় ইউরোপীয় বণিকদের বিপুল পুঁজি বিনিয়োগ করা হয়।

শ্রমিক :
মিশরীয় কৃষকরা তুলো চাষে বিশেষ দক্ষতা অর্জন করায় এখানে শ্রমিকের অভাব হয় না তাই এখানে তুলা চাষ বৃদ্ধি পেয়েছে।

Related Questions ⁉️

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url