একাদশ শ্রেণীর বাংলা - বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ভাষা শর্ট প্রশ্ন ও উত্তরের নোটস । Class 11 Bengali Notes
1। ব্রজবুলি ভাষা কাকে বলে?
➞ মৈথিলী ভাষা এবং বাংলা ভাষার সংমিশ্রিত রূপকে ব্রজবুলি ভাষা বলে।
2। ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেন?
➞ ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি পদ রচনা করেন।
3। মনসামঙ্গলের আদি কবি কে?
➞ মনসামঙ্গলের আদি কবি কানা হরি দত্ত
4। কবীন্দ্র পরমেশ্বর কোন ধারার অনুবাদক? তার কাব্য টির নাম কি?
➞ কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদক। তার কাব্য টির নাম ভারত পাঁচালী।
5। রাঢ়ের জাতীয় মহাকাব্য কোনটি?
➞ রাঢ়ের জাতীয় মহাকাব্য ধর্মমঙ্গল।
6। মনসামঙ্গল কাব্য কে অন্য কি নামে অভিহিত করা হয়?
➞ মনসামঙ্গল কাব্য কে পদ্মপুরাণ নামেও অভিহিত করা হয়।
7। কৃত্তিবাস ব্যতীত রামায়ণের অপর দু'জন অনুবাদকের নাম লেখ?
➞ কৃত্তিবাস ব্যতীত রামায়ণের অপর দু'জন অনুবাদকের নাম হল অদ্ভুতাচার্য, নিত্যানন্দ।
8। হুতোম পেঁচা ও টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম।
➞ হুতোম পেঁচা কালীপ্রসন্ন সিংহের ও টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম।
9। সংবাদ প্রভাকর ও বঙ্গদর্শন পত্রিকা দুটি সম্পাদনায় কখন প্রকাশিত হয়?
➞ সংবাদ প্রভাকর 1831 সালে ঈশ্বরগুপ্তের সম্পাদনায় এবং বঙ্গদর্শন পত্রিকা 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর সম্পাদনায় প্রকাশিত হয়।
10। কে কাকে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন?
➞ রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দেন।
11। আধুনিক গীতি কবিতার জনক কে?
➞ আধুনিক গীতি কবিতার জনক হলেন বিহারীলাল চক্রবর্তী।
12। বিহারীলাল চক্রবর্তীর লেখা দুটি কাব্যের নাম লেখ।
➞ বিহারীলাল চক্রবর্তীর লেখা দুটি কাব্যের নাম হল সারদামঙ্গল, নিসর্গ সন্দর্শন।
13। উনবিংশ শতাব্দীর তিনজন নাট্যকার এর নাম লেখ।
➞ মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ।
14। মাইকেল মধুসূদনের লেখা দুটি প্রহসনের নাম লেখ।
➞ মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসন হলো বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা।
15। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি প্রবন্ধ সংকলন এর নাম লেখ।
➞ বঙ্কিমচন্দ্রের লেখা দুটি প্রবন্ধ সংকলন হল কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, বিবিধ প্রবন্ধ।
16। বঙ্কিমচন্দ্রের লেখা দুটি সামাজিক উপন্যাসের নাম লেখ?
➞ বঙ্কিমচন্দ্রের লেখা দুটি সামাজিক উপন্যাস হলো কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ।
17। বঙ্কিমচন্দ্রের লেখা ঐতিহাসিক উপন্যাসের নাম কি?
➞ বঙ্কিমচন্দ্রের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস হলো রাজ সিংহ।
18। মধুসূদন দত্তের দুটি কাব্যের নাম লেখ?
➞ মধুসূদন দত্তের দুটি কাব্যের নাম হল মেঘনাদ বধ, বীরাঙ্গনা।
19। মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখ?
➞ মধুসূদন দত্তের দুটি নাটক হল শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী।
20। দীনবন্ধু মিত্রের লেখা দুটি প্রহসনের নাম লেখ।
➞ দিনবন্ধু মিত্রের লেখা দুটি প্রহসন হলো বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী, জামাই বারিক।
21। সুধীন্দ্রনাথ দত্তের কয়েকটি কাব্যের নাম লেখ?
➞ সুধীন্দ্রনাথ দত্তের কাব্য হলো অর্কেস্ট্রা, ক্রন্দসী , সংবর্ত।
22। বীরবল কার ছদ্মনাম এবং তার একটি গ্রন্থের নাম লেখ?
➞ বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। তার লেখা একটি গ্রন্থের নাম বীরবলের হালখাতা, নানা কথা, নানা চর্চা।
23। সবুজপত্র কত সালে কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
➞ সবুজপত্র 1914 সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়।
24। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি অতিপ্রাকৃত বা ভৌতিক রহস্যের দুটি ছোট গল্পের নাম লেখ?
➞ জীবিত ও মৃত, কঙ্কাল, নিশীথে।
25। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি গল্প সংকলন এর নাম লেখ?
➞ গল্পগুচ্ছ, গল্প-স্বল্প, তিনসঙ্গী, লিপিকা।
26। রবীন্দ্রনাথের লেখা একটি কাব্যধর্মী উপন্যাসের নাম লেখ?
➞ রবীন্দ্রনাথের লেখা একটি কাব্য ধর্মী উপন্যাস হলো শেষের কবিতা।
27। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি মহাকাব্যিক উপন্যাসের নাম লেখ?
➞ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মহাকাব্যিক উপন্যাস হলো গোরা।
28। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি পত্র সাহিত্যের নাম লেখ?
➞ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পত্রসাহিত্য হলো রাশিয়ার চিঠি, ছিন্নপত্র।
29। মুকুন্দরামের চন্ডীমঙ্গল কি নামে পরিচিত?
➞ মুকুন্দরামের চন্ডীমঙ্গল অভয়ামঙ্গল নামে পরিচিত।
30। কালীকামঙ্গল কাব্য টি কার লেখা?
➞ রামপ্রসাদ সেন।
31। রবীন্দ্রনাথের লেখা ধর্মভাবনা বা আধ্যাত্ম ধর্মীয় একটি কাব্যের নাম লেখ?
➞ গীতাঞ্জলি, গীতিমাল্য।
32। দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি ঐতিহাসিক নাটকের নাম লেখ?
➞ দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি ঐতিহাসিক নাটক হল শাজাহান ও মেবার পতন।
33। দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি প্রহসনের নাম লেখ?
➞ দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি প্রহসন হল ঐচ স্পর্শ, প্রায়শ্চিত্ত।
34। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি সামাজিক নাটকের নাম লেখ?
➞ দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক হলো বঙ্গনারী।
35। গিরিশচন্দ্র ঘোষের লেখা দুটি পৌরাণিক নাটকের নাম লেখ?
➞ গিরিশচন্দ্র ঘোষের দুটি পৌরাণিক নাটক হলো জনা, পাণ্ডব ও বিজয়।
36। নাট্যকার বিজন ভট্টাচার্যের একটি একাঙ্ক নাটক এর নাম লেখ।
➞ হাঁসখালির হাঁস।
37। নাট্যকার উৎপল দত্তের কয়েকটি নাটকের নাম লেখ?
➞ নাট্যকার উৎপল দত্তের কয়েকটি নাটক হল টিনের তলোয়ার, ব্যারিকেড, কল্লোল।
38। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস এবং ডায়রি ধর্মী উপন্যাসের নাম লেখ?
➞ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস হলো পথের পাঁচালী এবং ডায়রি ধর্মী একটি উপন্যাস হলো আরণ্যক।
39। শরৎচন্দ্রের দুটি বিখ্যাত ছোট গল্পের নাম লেখ?
➞ শরৎচন্দ্রের দুটি বিখ্যাত ছোটগল্প হল মহেশ, অভাগীর স্বর্গ।
40। শরৎচন্দ্রের লেখা একটি আত্মজীবনীমূলক ও রাজনৈতিক উপন্যাস এর নাম লেখ?
➞ শরৎচন্দ্রের লেখা একটি আত্মজীবনীমূলক উপন্যাস হলো শ্রীকান্ত এবং একটি রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবী।
41। বাংলা সাহিত্যের দুজন আঞ্চলিক উপন্যাসিক এর নাম এবং তাদের লেখা আঞ্চলিক উপন্যাসের নাম লেখো?
➞ দুজন আঞ্চলিক উপন্যাসের নাম হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায়।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাস হলো হাঁসুলী বাঁকের উপকথা, কালিন্দী। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি আঞ্চলিক উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি।
42। তারাশঙ্করের দুটি গল্প সংকলন এর নাম লেখ?
➞ তারাশঙ্করের দুটি গল্প সংকলন হল হারানো সুর, বেদেনী।
43। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প সংকলন এর নাম লেখ?
➞ মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প সংকলন হলো প্রাগৈতিহাসিক, সরীসৃপ।
44। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প সংকলন এর নাম লেখ?
➞ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প সংকলন হলো মৌরিফুল, মেঘ মল্লার।
45। বিচ- লা- মার কোন কোন ভাষার মিশ্রণে গঠিত?
➞ ইংরেজি স্পেনীয় ও পর্তুগিজ।
46। কোন মিশ্র ভাষাকে পিজিন বলে?
➞ ক্ষণস্থায়ী ও অনুন্নত মিশ্র ভাষাকে পিজিন বলে।
যেমন - পিজিন ইংরেজি
47। ক্রেওল কি?
➞ দীর্ঘস্থায়ী ও উন্নত মিশ্র ভাষাকে ক্রেওল বলে।
যেমন - মরিশাস ক্রেওল
48। বিপন্ন ভাষা কাকে বলে?
➞ পৃথিবীতে এমন কিছু ভাষা আছে যা 100 জনের বেশি সেই ভাষায় কথা বলে না এবং পরবর্তী প্রজন্ম এই ভাষাগুলোকে গ্রহণ করছে না সেই সমস্ত ভাষাকে বিপন্ন ভাষা বলে।
যেমন - আইনু ভাষা।
49। মরিশাস ক্রেওল কোন দুটি ভাষার মিশ্রণে গঠিত?
➞ ফরাসি ও মাদাগাস্কার।
50। পিজিন ইংরেজি ভাষার পিজিন নামকরণের কারণ কি?
➞ ইংরেজি বিজিনেস এর চিনা উচ্চারণ পিজিন হওয়ায় পিজিনেস ইংরেজি কথাটি পিজিন ইংলিশে পরিণত হয়েছে।
51। বাংলা ভাষায় প্রথম সার্থক গীতিকবি ও তাঁর কাব্যের নাম কি?
➞ বাংলা ভাষায় প্রথম সার্থক গীতি কবি হলেন বিহারীলাল চক্রবর্তী তার কাব্যে হলো সারদামঙ্গল।
52। গীতাঞ্জলি কাব্যের প্রকাশকাল কত?
➞ গীতাঞ্জলি কাব্য টি 1910 সালে প্রকাশিত হয়।
53। বাংলা ভাষায় লেখা প্রথম সাময়িক পত্রের নাম কি?
➞ বাংলা ভাষায় লেখা প্রথম সাময়িক পত্রের নাম দিকদর্শন।
54। চর্যাপদের আদি কবি কে ছিলেন?
➞ চর্যাপদের আদি কবি ছিলেন লুইপা।
55। তত্ত্ববোধিনী পত্রিকার পরিচালক কে ছিলেন?
➞ তত্ত্ববোধিনী পত্রিকার পরিচালক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
56। শনিবারের চিঠি পত্রিকার প্রকাশকাল কত?
➞ শনিবারের চিঠি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
57। প্রবাসী পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়?
➞ প্রবাসী পত্রিকা 1901 সালে রামানন্দ চট্টোপাধ্যায় এর সম্পাদনায় প্রকাশিত হয়।
58। কুহু ও কেকা, ফুলের ফসল কাব্যটি কার লেখা?
➞ সত্যেন্দ্রনাথ দত্ত
59। চোরাবালি কার লেখা?
➞ চোরাবালি বিষ্ণু দের লেখা।
60। বাংলা লিপির সাথে কোন লিপির মিল আছে?
➞ বাংলা লিপির সাথে অসমীয়া লিপির মিল দেখা যায়।
61। ভারতবর্ষের প্রাচীন লিপি গুলি কি কি?
➞ ভারতবর্ষের প্রাচীন লিপি গুলি হল ব্রাহ্মী লিপি, খরোষ্ঠী লিপি।
62। বঙ্গদেশে প্রাপ্ত প্রাচীনতম লিপির নাম কি?
➞ বঙ্গদেশে প্রাপ্ত প্রাচীনতম লিপির নাম মহাস্থানগড় লিপি।
63। রোমিয় বর্ণমালা কাকে বলে?
➞ ল্যাটিন ভাষা লেখার জন্য রোমে যে লিপি ব্যবহৃত হতো তাকে রোমিয় বর্ণমালা বলে।
64। আলেখ্য পদ্ধতি কাকে বলে?
➞ ছবি এঁকে উল্লেখযোগ্য বস্তু ও ঘটনাকে প্রকাশ করার পদ্ধতিকে আলেখ্য পদ্ধতি বলে।
65। গ্রন্থ লিপি কাকে বলে?
➞ নানা রঙের দড়ির গুছিতে গিঁট বেঁধে বিশেষ ঘটনা নথিভুক্ত করার পদ্ধতিকে কুইপু বা গ্রন্থলিপি বলে।
66। শরীরী ভাষা কাকে বলে?
➞ কোন আওয়াজ না করে কেবলমাত্র মাথা, হাত, চোখ, আঙ্গুল ইত্যাদি অঙ্গের সঞ্চালনের মাধ্যমে যদি মনের ভাব প্রকাশ করা হয় তবে তাকে শরীরী ভাষা বলে।
67। সাংকেতিক ভাষা কাকে বলে?
➞ মাথা, চোখ , আঙ্গুল সহ হাত ইত্যাদি অঙ্গের সঞ্চালনের উপর নির্ভর করে মুখ ও বধির দের জন্য যে বিশেষ ভাষা তৈরি তাকে সাংকেতিক ভাষা বলে।
68। কৃত্রিম বিশ্ব ভাষার প্রথম পরিকল্পনাকারী কে ছিলেন?
➞ রেনে দেকার্ত।
69। অনন্বয়ী ভাষা কাকে বলে?
➞ যেসব ভাষার উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, বিভক্তির অস্তিত্ব নেই এবং বাক্যে অবস্থান অনুযায়ী বাক্যের অন্তর্গত শব্দে কারকত্ত বা অন্যান্য বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে অনন্বয়ী ভাষা বলে।
70। কোইনে কি?
➞ গ্রিক ভাষার আত্মিক ও ইউনিক উপভাষা দুটিকে ভিত্তি করে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে গড়ে ওঠা গ্রিক সাধু ভাষা হল কইনে।
71। কৃত্রিম ভাষার প্রয়োজনীয়তা কি?
➞ সমস্ত পৃথিবীর ব্যবহারযোগ্য এক বিশ্বজনীন ভাষার প্রয়োজনীয়তা থেকে কৃত্রিম ভাষার জন্ম।
72। গ্রন্থি লিপি বা কুইপূ কোথায় প্রচলিত ছিল?
➞ পেরু।
73। ধ্বনিলিপি কাকে বলে?
➞ যে লিপি পদ্ধতিতে প্রতিটি রেখাচিত্র সেই ভাষায় ব্যবহৃত একটি একক ধ্বনির প্রতীক রূপে ব্যবহৃত হয় তাকে ধ্বনিলিপি বলে।
74। I.P.A কি?
➞ IPA এর পুরো নাম হলো - international phonetic alphabet. এটি হলো একটি অভিন্ন লিখন পদ্ধতি যার দ্বারা পৃথিবীর যেকোন ভাষায় উচ্চারিত যাবতীয় ধ্বনি কে চিহ্নিত করা হয়েছে।
75। কাকামিথ কি?
➞ এটি হলো রামায়ণের পুরনো গ্রন্থ কথা।
____________________________________
TAG : একাদশ শ্রেণীর বাংলা - বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ভাষা অধ্যায়ের ছোট প্রশ্ন (SAQ), একাদশ শ্রেণীর বাংলা - বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ভাষা short question, একাদশ শ্রেণীর বাংলা - বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ভাষা important questions suggestions pdf notes