ভারতে ডাল চাষের অবনতির কারণ
ভারতে ডাল চাষের অবনতির কারণ ব্যাখ্যা কর
ডাল চাষে ভারত বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হলেও বর্তমানে নানা সমস্যা দেখা যায়, তা হল -
স্বল্প উৎপাদন :
এখানে অধিকাংশই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ক্ষুদ্র জমিতে ডাল চাষ করায় উৎপাদন অনেক কম হয়।
আগ্রহের অভাব :
অন্যান্য ফসলের তুলনায় ডাল চাষে লাভ তুলনামূলকভাবে কম বলে চাষিরা ডাল চাষের বদলে অন্যান্য ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছে।
সরকারি উদাসীনতা :
ডালের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সরকারি উদ্যোগের অভাব অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
চাহিদা হ্রাস :
ভারতে মাথাপিছু ডালের চাহিদা হ্রাস পাওয়ায় ডাল উৎপাদন বৃদ্ধি পায় না।