WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

একাদশ শ্রেণীর শারীর শিক্ষার (Physical Education) MCQ Notes [MONTH] [YEAR]

একাদশ শ্রেণীর শারীর শিক্ষার (Physical Education) MCQ Short Question Notes [YEAR]


1.স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি?

➞ শারীরিক, মানসিক ও প্রক্ষবিক গুণের সমন্বয় কে বোঝায়।

2. বিশ্ব সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
➞ 1948 সালের 7ই এপ্রিল।

3.WHO এর সর্বোচ্চ নিয়মিত সংস্থা কোনটি?
➞ বিশ্ব স্বাস্থ্য পরিষদ।

4. Hygiene এর উৎপত্তি কোন শব্দ থেকে?
➞ গ্রিক শব্দ Hygieia ।

5. ম্যালেরিয়া শব্দের অর্থ কি?
➞ বায়ু দূষণ।

6. অঞ্জনি কিসে দেখা যায়?
➞ চোখে।

8. ম্যালেরিয়ার পোষক কে?
➞ মানুষ ও মশা।

9. প্লাসমোডিয়াম ভাইবক্স কিসের জীবাণু?
➞ বিনাইন টারর্সিয়াম ম্যালেরিয়া।

10. চিকেন পক্স কি ধরনের রোগ?
➞ ভাইরাস ঘটিত রোগ।

11. কলেরা সংক্রান্ত ব্যাকটেরিয়ার নাম কি?
➞ ভিব্রিয় কলেরি।

12. কনজাংটি ভাইজিস কোন ভাইরাসের আক্রমনে হয়?
➞ অ্যাডিনো ভাইরাস।

13. ক্যান্সারের চিকিৎসার নাম কি?

➞ কেমোথেরাপি।

14. বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশ ও পরিবারের গুরুত্ব পূর্ণ ভূমিকা কি?
➞ ছাত্র , শিক্ষক, অভিভাবক সম্পর্ক।

15. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচিবালয়ের মোট কতগুলি শাখা রয়েছে?
➞ 13টি শাখা।

16. গোদ রোগের জন্য মশকটি কে?
➞ কিউলেক্স।

17. এনকেপালাইটি রোগের জন্য কোন মশা দায়ী?
➞ এডিশ।

18. মোড়ক বা এপিডেমিস রোগটি কি?
➞ প্লেগ

19. জলবসন্ত রোগের ভাইরাসের নাম কি?
➞ ভেরিসেলা জোষ্টা।

20. ডেঙ্গু জ্বর কি ঘটিত রোগ?
➞ ভাইরাস ঘটিত রোগ।

21. চোখ উঠা রোগ কে কি বলে?
➞ কনজাংটি ভাইটিস

22. ম্যালেরিয়া রোগের প্রতিষেধক ওষুধের নাম কি?
➞ কেমো কুইন ও ফ্লোরো কুইন।

23. বিশ্ব সংস্থা দিবস কবে পালিত হয়? 
➞ 7ই এপ্রিল

24. WHo এর সর্বোচ্চ নিয়ম সংস্থা কোনটি?
➞ বিশ্ব স্বাস্থ্য পরিষদ।

25. কলেরা রোগকে গ্রাম্য বাংলায় কি বলা হয়?
➞ অলাউঠা।

26. WHO এর প্রধান শচিবালয়ে সর্বোচ্চ দায়িত্বে কে থাকেন?

➞ ডিরেক্টর জেনারেল।

27. জলাশয়ে মশার লার্ভা ধ্বংস করার জন্য কোন মাছের চাষ করা হয়?
➞ তেলাপিয়া, গোল্ডফিশ, গাম্বুসিয়।

28. কম বয়সী ডায়াবেটিস কে কি বলে?
➞ ডায়াবেটিস ইন্সিবিটাস।

29. চোখের পাতলা পর্দা কে কি বলে?
 ➞ ক্রঞ্জাংটিভা।
 
 30. মধুমেহ কি ধরনের রোগ?
➞ অসংক্রমিত

 31. হাইজিয়া শব্দের অর্থ কি? 
 ➞ স্বাস্থ্যের সংরক্ষন।
 
 32. সরিয়াসিস কি ?
 ➞ ত্বকের রোগ।
 
34. চোখের দৃষ্টি বজায় রাখতে কি করা উচিত? 
➞ অন্ধকার ঘরে চোখ খুলে তাকানো।

37. বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য কি ?
➞ অপুষ্টির প্রতিরোধ কমানো ও লুপ্ত করা।

36. ম্যালেরিয়া রোগের প্রতিষেধক ওষুধের নাম কি?
 ➞ কুইনাইন।
 
 37 এডিস মশা কোন পরিবেশে বংশবিস্তার করে? ➞ জমে থাকা পচা জলে।
 
 38. যে বস্তুর প্রভাবে ক্যান্সার রোগ সৃষ্টি হয়? 
 ➞ কার্সিনোজেন।
 
 40. যে যন্ত্রের সাহায্যে গ্লুকোজ পরিমাপ করা হয়?
 ➞ গ্লুকোমিটার।
 
 41. কোন হরমোন কম খরণে ডায়াবেটিস হয়?
  ➞ ইনসুলিন।
  
 42. প্রতিবছর কোন দিনটি কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস হিসেবে পালন করা হয়?
 ➞ 7ই এপ্রিল।
 
 43. দূষিত জল বা বাসি খাবার জনিত রোগ কে কি বলে?
 ➞ কলেরা।
 
 44. সিগারেটের ধোঁয়ায় কোন ধরনের রাসায়নিক পদার্থ উপস্থিত?
➞ অ্যাসিটোন, ব্যাঞ্জিন, ফেনল।
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url