মৃত্তিকা স্তর (Soil Horizon) ও মৃত্তিকা পরিলেখ (Soil Profile) এর পার্থক্য

মৃত্তিকা স্তর (Soil Horizon) ও মৃত্তিকা পরিলেখ (Soil Profile) এর পার্থক্য

বিষয় মৃত্তিকা স্তর (Soil Horizon) মৃত্তিকা পরিলেখ (Soil Profile)
সংজ্ঞা ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তৃত এক একটি পাতলা অথচ সুস্পষ্ট বিভাজিত অংশকে মাটির Soil Horizon বা মৃত্তিকা স্তর বলে। মৃত্তিকাকে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আদি শিলা পর্যন্ত লম্বচ্ছেদ করলে যে কতগুলি স্তর দেখা যায় তাকে Soil Profile বা মৃত্তিকা পরীলেখ বলে।
বিস্তার এটি সল্পবেদ সম্পন্ন স্তর। এটি বেশিবেদ সম্পন্ন স্তর।
মাত্রা এটি দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা যুক্ত মাটির ত্রিমাত্রিক অবস্থা। এটি কেবল গভীরতা যুক্ত মাটির একমাত্রিক অবস্থা।
নিয়ন্ত্রক এটি মৌলিক প্রক্রিয়ার ক্রিয়াশীলতা ও সময়ের ওপর নির্ভর করে। এটি মাটির গঠন ও স্তরের স্থায়িত্বের ওপর নির্ভর করে।
স্তর সংখ্যা একটি পরিণত মাটিতে A,B,C তিনটি সুস্পষ্ট পৃথক স্তর দেখা যায়। মাটির স্তর সুগঠিত হলে সবগুলি স্তরকে একসঙ্গে পাওয়া যায়।
স্তরের বৈশিষ্ট্য এখানে প্রত্যেকটি স্তরে মাটির সব ধর্ম বজায় থাকে। পরিলেখ থেকে প্রস্থচ্ছেদ বরাবর মাটির সব স্তরের কিছু কিছু বৈশিষ্ট্য বা ধর্ম জানা যায়।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।