মৃত্তিকা স্তর (Soil Horizon) ও মৃত্তিকা পরিলেখ (Soil Profile) এর পার্থক্য
মৃত্তিকা স্তর (Soil Horizon) ও মৃত্তিকা পরিলেখ (Soil Profile) এর পার্থক্য
বিষয় | মৃত্তিকা স্তর (Soil Horizon) | মৃত্তিকা পরিলেখ (Soil Profile) |
---|---|---|
সংজ্ঞা | ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তৃত এক একটি পাতলা অথচ সুস্পষ্ট বিভাজিত অংশকে মাটির Soil Horizon বা মৃত্তিকা স্তর বলে। | মৃত্তিকাকে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আদি শিলা পর্যন্ত লম্বচ্ছেদ করলে যে কতগুলি স্তর দেখা যায় তাকে Soil Profile বা মৃত্তিকা পরীলেখ বলে। |
বিস্তার | এটি সল্পবেদ সম্পন্ন স্তর। | এটি বেশিবেদ সম্পন্ন স্তর। |
মাত্রা | এটি দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা যুক্ত মাটির ত্রিমাত্রিক অবস্থা। | এটি কেবল গভীরতা যুক্ত মাটির একমাত্রিক অবস্থা। |
নিয়ন্ত্রক | এটি মৌলিক প্রক্রিয়ার ক্রিয়াশীলতা ও সময়ের ওপর নির্ভর করে। | এটি মাটির গঠন ও স্তরের স্থায়িত্বের ওপর নির্ভর করে। |
স্তর সংখ্যা | একটি পরিণত মাটিতে A,B,C তিনটি সুস্পষ্ট পৃথক স্তর দেখা যায়। | মাটির স্তর সুগঠিত হলে সবগুলি স্তরকে একসঙ্গে পাওয়া যায়। |
স্তরের বৈশিষ্ট্য | এখানে প্রত্যেকটি স্তরে মাটির সব ধর্ম বজায় থাকে। | পরিলেখ থেকে প্রস্থচ্ছেদ বরাবর মাটির সব স্তরের কিছু কিছু বৈশিষ্ট্য বা ধর্ম জানা যায়। |