JOIN & SUBSCRIBE

পরিণত ও অপরিণত মৃত্তিকার পার্থক্য

পরিণত ও অপরিণত মাটির পার্থক্য

পার্থক্যের বিষয় পরিণত মৃত্তিকা অপরিণত মৃত্তিকা
সৃষ্টির পর্যায় এক্ষেত্রে মাটি গঠনের প্রক্রিয়ার কাজ প্রায় শেষ হয়ে আসে। এক্ষেত্রে মৃত্তিকা গঠনের কাজ অসম্পূর্ণ থেকে যায়।
শিলার চিন্হ আদি শিলার চিন্হ থাকেনা। আদি শিলার যথেষ্ট চিন্হ থাকে।
স্থিতাবস্থা এক্ষেত্রে ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি প্রায় স্থিতিশীল। এক্ষেত্রে ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পরিবর্তনশীল।
সংবদ্ধতা এই মৃত্তিকা দৃঢ় ও সুসংবদ্ধ হয়। এই মৃত্তিকা ভঙ্গুর ও আলগা হয়।
স্তর এটিতে মৃত্তিকার সমস্ত স্তর সৃষ্টি হয়। এটিতে মৃত্তিকার একটি বা দুটি স্তর বা কোনো স্তর গড়ে ওঠেনা।
উদাহরন পডসল, তুন্দ্রা, ল্যাটেরাইট লিথোসল, রেগোসল

Related Questions ⁉️

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url