Best Discounted Deals & Offers Join Now
JOIN & SUBSCRIBE

দুর্যোগ কাকে বলে? কয় প্রকার ও কি কি

দুর্যোগ কাকে বলে? কয় প্রকার ও কি কি

দূর্যোগ :

বিভিন্ন প্রাকৃতিক ও কিছু মানবীয় কারণে পরিবেশে এমন কিছু ঘটনা ঘটে যা সাময়িকভাবে মানুষের জীবনকে ব্যাহত করে, জীবনশাস্ত্র ও সম্পত্তি হানি হয় ও পরিবেশে এক ভীতির সঞ্চার ঘটে, তাকে দুর্যোগ বলে।

বৈশিষ্ট্য
1. ইহা ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করে
2. ইহা স্বল্প এলাকা জুড়ে ঘটে।
3. এটি ক্ষণস্থায়ী ও ঘনঘন হয়ে থাকে।
4. এতে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক কম হয়।
5. দুর্যোগকে সাময়িকভাবে বন্ধ করা যায়।
6. এক্ষেত্রে জীবনহানের আশঙ্কা কম থাকে।

উদাহরন :
অতি দৃষ্টির কারণে শহরে বন্যা হলে তা সাময়িকভাবে মানুষকে গৃহবন্দী করে কিন্তু বিশেষ কোনো ক্ষতি হয় না।

শ্রেণীবিভাগ

দুর্যোগকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় 
A. প্রাকৃতিক দুর্যোগ
B. মনুষ্য সৃষ্ট দুর্যোগ
C. আধা প্রাকৃতিক দুর্যোগ

প্রাকৃতিক দুর্যোগ
বিভিন্ন প্রাকৃতিক কারণের শ্রেষ্ঠ কোন ঘটনা যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রার সাময়িক ক্ষয়ক্ষতি করে তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে।
উদাহরন :
অগ্নুৎপাতের ফলে বিস্তীর্ণ অঞ্চলের বনভূমি ধ্বংস হয় যায় একটি প্রাকৃতিক দুর্যোগ।

মনুষ্য সৃষ্ট দুর্যোগ
মানুষের অসচেতনতা, অজ্ঞতা কুসংস্কার ও অবৈজ্ঞানিক ক্রিয়া-কলাপ এর ফলে যখন স্বাভাবিক জীবন ব্যাহত হয় তখন তাকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ বলে।
উদাহরন :
ধর্মান্তকরণ, ডাইনি অপবাদ ইত্যাদি।

আধা প্রাকৃতিক দুর্যোগ
যখন কোন দুর্যোগ প্রধানত প্রাকৃতিক কারণে ঘটলেও মানুষের বিভিন্ন ক্রিয়া-কলাপ তার প্রভাবকে ত্বরান্বিত করে তখন তাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলে।
উদাহরন :
নদীর তীরে ঘর নির্মাণের ফলে অল্প বৃষ্টিতেই বন্যা সৃষ্টি হয়।


Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.