পেনিপ্লেন ও পেডিপ্লেন কাকে বলে ও পার্থক্য লেখো।
পেনিপ্লেন ও পেডিপ্লেন এর পার্থক্য
বিষয় | পেনিপ্লেন | পেডিপ্লেন |
---|---|---|
সংজ্ঞা | স্বাভাবিক ক্ষয় চক্রে বার্ধক্য পর্যায়ে নদীর ক্ষয়কার্যে যে সমভূমির সৃষ্টি হয় তাকে পেনিপ্লেণ বলে। | মরু বা শুষ্ক ক্ষয় চক্রের শেষ পর্যায়ে যে বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি হয় তাকে পেডিপ্লেন বলে। |
প্রবক্তা | 1899 খ্রীঃ উইলিয়াম মরিস ডেভিস পেনিপ্লেনের ধারণা দেন। | 1948 খ্রীঃ এল.সি. কিং পেডিপ্লেনের ধারণা দেন। |
জলবায়ু | আদ্র জলবায়ু যুক্ত অঞ্চলে গঠিত হয়। | শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে গঠিত হয়। |
প্রক্রিয়া | নদীই প্রধান শক্তি রূপে কাজ করে। | বায়ু ও জলধারা মিলিত ভাবে কাজ করে। |
ঢাল | এটি মৃদু উত্তল প্রকৃতির হয়। | এটি অবতল প্রকৃতির হয়। |
অন্তিম ভূমিরূপ | এর উপর ক্ষয় প্রতিরোধী টিলাকে মোনাডনক বলে। | এর উপর ক্ষয় প্রতিরোধী শিলাকে ইনসেলবার্জ বলে। |
বিস্তার | পেনিপ্লেন অপেক্ষাকৃত কম স্থান জুড়ে বিস্তার করে | পেডিপ্লেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। |
Related Questions ⁉️