প্যানজিয়া ও প্যানথালাসা কাকে বলে ?

প্যানজিয়া ও প্যানথালাসা কি

প্যানজিয়া ও প্যানথালাসা কি ?


 ওয়েগনারের মতে উপদ্বীপীয় ভারত, দক্ষিণ আমেরিকা , আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আন্টার্টিকা একসঙ্গে জড়ো হয়ে গন্ডোয়ানাল্যান্ড গঠন করে।

অন্যদিকে উত্তর আমেরিকা, ইউরোপ , উত্তর ও মধ্য এশিয়া একত্রে জড়ো হয়ে লরেশিয়া গঠন করে। এই দুই ভূখণ্ড মিলে সুবিশাল স্থলভাগ গঠন করেছিল। ওয়েগনার তারই দেন প্যানজিয়া এবং প্যানজিয়া কে ঘিরে থাকা বিশাল জলভাগকে তিনি প্যানথালাসা নামে অভিহিত করেছেন।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।