JOIN & SUBSCRIBE

বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? বৈশিষ্ট্য লেখ ।

বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? বৈশিষ্ট্য লেখ ।

বহির্জাত প্রক্রিয়া :

যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় ঘটেছে। ফলস্বরুপ ভূপৃষ্ঠের নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।

বৈশিষ্ট্য:
1। এটি একটি ধীর প্রক্রিয়া।
2। প্রক্রিয়ার ফল সঙ্গে সঙ্গে বোঝা যায় না। ব্যতিক্রম কেবল মরু অঞ্চলে বালিয়াড়ি।
3। প্রত্যেকে তাদের অতীত এর কাজের চিহ্ন ভূত্বকে রেখে যায়।

Related Questions ⁉️

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url