সোনালী চতুর্ভুজ কাকে বলা হয়?

সোনালি চতুর্ভুজ কাকে বলে?

সোনালি চতুর্ভুজ প্রকল্পটি দেশের প্রধান প্রধান শিল্পকেন্দ্র, কৃষিকেন্দ্র ও সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করে নির্মাণ করা হয়েছে। দেশের চারটি মেট্রোপলিটান শহর - দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইকে ৪-৬ লেনের দ্রুতগামী সড়কব্যবস্থার মাধ্যমে যুক্ত করা হয়েছে, একেই সোনালি চতুর্ভূজ বলে। এই প্রজেক্টটি ২০০১ সালে National Highways Authority of India (NHAI) -এর তত্ত্বাবধানে শুরু হয় এবং ২০১২ খ্রিস্টাব্দে শেষ হয়। এই প্রকল্পটি ভারতের মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। এর মোট দৈর্ঘ্য হল ৫৮৪৬ কিমি (৩৬৩৩ মাইল)।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।