রায়গুণাকর ভারতচন্দ্রের কবি প্রতিভা আলোচনা করো ?

রায়গুণাকর ভারতচন্দ্রের কবি প্রতিভা আলোচনা করো?


বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশেষ সক্ষম কবি রায়গুণাকর ভারতচন্দ্র। ভারতচন্দ্রই মধ্যযুগের বাংলা কাব্যের শেষ সীমা। তার হাতেই রচিত হয়েছিল মঙ্গলকাব্য ধারালো সমাধি সজ্জা অবসিত হয়েছিল, দেব প্রসস্তির দিন শ্রুত হয়েছিল আধুনিক যুগের দূরাগত পদধ্বনি।

রসমঞ্জুরি, নাগাষ্টক এবং স্বল্প সংখ্যক গীতিকবিতার স্রষ্ঠা হলেও অন্নদামঙ্গল ভারতচন্দ্রের সর্বোত্তম রচনা। বাক্যটি 3 টি খন্ডে বিভক্ত অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ - মানসিংহ কাহিনী।

সামগ্রিক বিচারে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কাব্য। একমাত্র মুকুন্দ রায়ের চন্ডীমঙ্গল কে বাদ দিলে এর সমকক্ষতা দাবি করতে পারে না। কাব্যটি যথার্থই 'রাজকন্ঠের মনিমালা' এবং 'রাজার বিলাস ভবনের পাঞ্চালিকা' সুবর্নে গঠিত, সুগঠিত ও মনিমুক্তায় অলংকৃত।

    এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন

Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel