সাম্প্রতিককালে খেলাধুলার ইতিহাস চর্চা জনজীবনকে কিভাবে প্রভাবিত করেছে? ( Class 10 )
ভূমিকা:
প্রাচীন গ্রিসে অলিম্পিক খেলার (776bc) মধ্য দিয়ে জনজীবন প্রভাবিত হতো। রোমান কবি জুলে ভার্ন খেলার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন “মানুষ দুটি জিনিসের জন্য আকুল হতে পারে- (a) রুটি অপর (b) খেলাধুলা"। সাম্প্রতিকালে তাই খেলাধুলার ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
খেলাধুলার দিক:
ফুটবল, কবাডি, হাডুডু, দৌড়, সাঁতার, হকি, টেনিস ইত্যাদি।
খেলাধুলার প্রয়োজনীয়তা:
বিশ্বের বিভিন্ন দেশে খেলাধুলা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ব্রিটিশ ঐতিহাসিক hobson এজন্য বলেন বিংশ সতব্দিক ইউরোপীয় জীবন ধারার এক অন্যতম প্রধান সামাজিক অভ্যাস হলো খেলাধুলা।
জাতির আত্মপরিচয়:
সমাজে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক খেলাধুলার ভিত্তিতে নির্ধারিত
হওয়ায় জাতির আত্মপরিচয় দিকটি ফুটে ওঠে।
জাতীয়তাবাদের উদ্বুদ্ধ:
খেলাধুলা কে কেন্দ্র করে একই আবেগ আর আবেগ ও মতাদর্শ কখনো কখনো গণ আবেগে পরিণত হয়। এই আবেগ যা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে তোলে। উল্লেখ 1911 খ্রি I.F শিল্পে ইংরেজদের হারিয়ে মোহনবাগানের জয় লাভ সূত্রে চরম জাতীয়তাবাদের স্ফুরণ ঘটে ভারতিয়দের মধ্যে।
সমাজ বিবর্তনের হাতিয়ার :
খেলাধুলার মধ্য দিয়ে মানুষের চিন্তা, চেতনা, রুচিশীলতা ও বিভিন্ন কৌশল অবলম্বন করার সূত্রে সমাজকে উন্নত করার হাতিয়ার হিসেবে কাজ করে।
সংস্কৃতি ও সাংস্কৃতিক চর্চার দিক :
খেলাধুলার মধ্য দিয়ে একদিকে যেমন সমাজে সম্প্রদায়ের মধ্যে মৈত্রী সংহতি গড়ে ওঠে অপরদিকে সংস্কৃতি চর্চার বিকাশ ঘটাতে এক উল্লেখযোগ্য দিক হিসেবে কাজ করে।
নারী স্বাধীনতার দিক:
খেলাধূলায় মেয়েদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে বিচার করা যায় এক নির্দিষ্ট সমাজে নারীর স্থান ও স্বাধীনতা কতদূর স্বীকৃত।
সাম্প্রদায়িক উস্কানি:
খেলাধুলায় নিজের দল গত সমর্থন সূত্রে সাম্প্রদায়িগত উস্কানি দিয়েছে কিন্তু এটা কাম্য নয়।
সাহিত্যে প্রভাব :
খেলাধুলা সাহিত্যকে প্রভাবিত করেছে। বোরিয়া মজুমদারের Cricket In India, রূপক সাহা বিদ্রোহী মারাদোনা, কৌশিক বন্দ্যোপাধ্যায় এর খেলা যখন ইতিহাস, আশিস নন্দীর দেস্টিনেশন অফ গেমস রচনার মধ্য দিয়ে।
মূল্যায়ন :
নিম্নে বলা সংহত হবে যে জাতির আত্মপরিচয়, জাতীয়তাবাদ বিকাশে সংহতির প্রতীক হিসেবে খেলাধুলা আজও সকল জীবনকে প্রভাবিত করে তুলেছে।