প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য

প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা ও বৈশিষ্ট্য আলোচনা করো।


সময়সীমা :
খ্রি: পূর্ব 1500 থেকে খ্রীষ্ট পূর্ব 600 খ্রিস্টাব্দ।

নিদর্শন :
ঋগবেদ

আর্য ভাষার বৈশিষ্ট্য :

 ধ্বনিগত বৈশিষ্ট্য :

১. সন্নিহিত দুটি ধ্বনির মধ্যে যেখানে সন্ধি সম্ভব সেখানে সন্ধি প্রায় সব ক্ষেত্রেই অপরিহার্য ছিল।

২. বিভিন্ন যুক্তব্যঞ্জনে স্বচ্ছন্দ ব্যবহার প্রচলিত ছিল (যেমন - ক্ত, র্য ইত্যাদি)। কিন্তু মধ্যভারতীয় আর্যে অনেক যুক্তব্যঞ্জন সমিভূত হয়েছে এবং আরো পরে নব্য ভারতীয় আর্য একক ব্যঞ্জনে পরিণত হয়েছে।
যেমন - ভক্ত -> ভত্ত -> ভাত

রূপগত বৈশিষ্ট্য :

১. প্রাচীন ভারতীয় আর্য তিনটি বচন অর্থাৎ একবচন, দ্বিবচন ও বহুবচন প্রচলিত ছিল। মধ্য ভারতীয় আর্যে দ্বিবচন লুপ্ত হয়েছিল।
২. মূল ইন্দো-ইউরোপীয়র মতো আটটি কারক ছিল।

ছন্দ রীতি গত বৈশিষ্ট্য :

১. প্রাচীন ভারতীয় আর্যে ছন্দা ছিল অক্ষর মুলক। মধ্য ভারতীয় আর্য ছন্দ হয়েছিল যাত্রা মুলক।

    এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন

Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel