[ Part-1] নদীর কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ - সমস্ত ছোট প্রশ্ন সাজেশন | মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 | Class 10 Geography Suggestions And Important Questions Answers

নদীর কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ( ছোট প্রশ্ন ) | মাধ্যমিক ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

নদীর কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ( ছোট প্রশ্ন ) | মাধ্যমিক ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

 1. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?

উ : বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদী অববাহিকা ।

2। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?

উ : ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা নদীর অববাহিকা ।

3। জলবিভাজিকা কি ?

উ : পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকা পরস্পর থেকে যে উচ্চভূমি দ্বারা পৃথক থাকে তাকে জলবিভাজীকা বা water divine বলে ।

যেমন - মধ্যপ্রদেশের অমর কণ্টক পর্বত সোন ও নর্মদা নদীর মধ্যে জলবিভাজিক।

4। নদীর কাজ কয় প্রকার ?

উ : নদীর কাজ তিন প্রকার - ক্ষয় কাজ , বহন কাজ ও সঞ্চয় কাজ ।

5। নদীর কাজ করার ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?

উ : নদীর কাজ করার ক্ষমতা প্রধানত 4 টি বিষয়ের উপর নির্ভরশীল । যথা - ভূমির ঢাল, জলের গতিবেগ, জলের পরিমাণ, জলধারায় অবস্থিত নুড়ি ও প্রস্থর খন্ডের পরিমাণ ।

6। নদীর অবঘর্শ ক্ষয় কাকে বলে ?

উ : নদীবাহিত সিলাখন্ডের সঙ্গে নদিখাত ও নদীর পাড়ের ঘর্ষণে নদীর তলদেশ ও পার্শ্ব দেশ দ্রুত ক্ষয় পায় । একে নদীর অবঘর্শ ক্ষয় বা attrition বলে ।

7। নদীর পরিবহন প্রক্রিয়া কয় ভাবে সম্পন্ন হয় ?

উ : নদীর পরিবহন প্রক্রিয়া 4 প্রকার - 1. আকর্ষণ প্রক্রিয়া, 2. ভাসমান প্রক্রিয়া, 3. লম্ফদান প্রক্রিয়া, 4. দ্রবণ প্রক্রিয়া ।

8। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কেমন হবে ?

উ : নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা (2)6 গুন অর্থাৎ 64 গুন বৃদ্ধি পায় ।

9। নদীর জলের পরিমাণ দ্বিগুণ হলে বহন ক্ষমতা কেমন হবে ?

উ : নদীর জলের পরিমাণ দ্বিগুণ হলে বহন ক্ষমতা দ্বিগুণ হবে ।

10। গঙ্গা নদীর উৎস কোথায় ?

উ : গঙ্গোত্রী হিমবাহের গোমূখ নামক তুষার গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি ।

11। 1টি V আকৃতির উপত্যকার উদাহরণ দাও ?

উ : নেপালের কালি নদীর গিরিখাত ।

12। পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি ?

উ : কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হলো পৃথিবীর দীর্ঘতম গিরিখাত । এর দৈর্ঘ্য প্রায় 446 কিমি ।

13। বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি ?

উ : নেপালের কালিগন্ডকি নদীর উপর কালী গণ্ডকী গিরিখাত হলো বিশ্বের গভীরতম গিরিখাত । এর গভীরতা প্রায় 5.5 কিমি ।

14। ভারতের বৃহত্তম নদিচর কোনটি ?

উ : ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ হলো ভারতের বৃহত্তম নদীচর ।

15। পৃথিবীর বৃহত্তম নদিচর কোনটি ?

উ : পৃথিবীর বৃহত্তম নদিচর হলো আমাজন নদীর ইলহা দ্য মারাজো ।

16। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি ?

উ : গঙ্গা - ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ হলো বিশ্বের বৃহত্তম বদ্বীপ ।

17। পক্ষ্মীপাদ বদ্বীপের একটি উদাহরণ দাও ।

উ : মিসিসিপি নদীর বদ্বীপ ।

18। দোয়াব কি ?

উ : দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব ।

19। গঙ্গা নদীর গতিপথ গুলি লেখো ।

উ : গঙ্গা নদীর উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত হলো উচ্চগতির , হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত মধ্যগতি এবং রাজমহল থেকে মোহনা পর্যন্ত নিম্নগতি ।

20। ভারতের একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ দাও ।

উ : মুর্শিদাবাদের মতিঝিল ।

21। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি ?

উ : সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ।

22। কোন্ নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই ?

উ : আমাজন ও কঙ্গো নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই ।

23। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি ?

উ : ভেনেজুয়েলার অ্যাঙ্গেল হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ।

24। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?

উ : নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী ।

25। মন্থকূপ সৃষ্টি হয় ______ এর ক্ষয় কার্যের ফলে ।

উ : নদীর

26। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি ?

উ : নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত ।

27। পুল কাকে বলে ?

উ : অবতল পাড়ের দিকে নদীর খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে পুল বলে ।

28। পৃথিবীর বৃহত্তম নদিগঠিত দ্বীপ কোনটি ?

উ : পৃথিবীর বৃহত্তম নদীগঠিত দ্বীপ হলো মাজুলী ।

29। নিউমুর দ্বীপটি জলমগ্ন হতে শুরু করে যে ঘূর্ণিঝড় থেকে --

উ : ভোলা ।

30। নদিপ্রবাহ পরিমাপের একক কি ?

উ : নদিপ্রবাহ্ পরিমাপের একক হলো কিউসেক ।

31। কোন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে ?

উ : আমাজন ।

32। নিউমূর, ঘোড়ামারা দ্বীপগুলোর নিমজ্জনের প্রধান কারণ কোনটি ?

উ : সমুদ্র জলতলের বৃদ্ধি ।

33। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি ?

উ : ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম যোগ জলপ্রপাত ।

34। আঁকাবাঁকা নদীর গতিপথ কে কি বলে ?

উ : আঁকাবাঁকা নদীর গতিপথ কে মিয়েন্ডার বলে ।

35। ফানেল আকৃতির নদীর মোহনা কে কি বলে ?

উ : খাঁড়ি ।

36। নিউমূর্ দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত ?

উ : নিউমুড় দ্বীপটি হাড়িভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত ।

37। আদর্শ নদী কাকে বলে ?

উ : যে নদীর গতিপথে উচ্চগতির, মধ্যগতী ও নিম্নগতি সুস্পষ্ট ভাবে লক্ষ্য করা যায়, সেই নদীকে আদর্শ নদী বলে । যেমন - ভারতের গঙ্গা নদী একটি আদর্শ নদী ।

38। নদীর সস্থঘাতের সূত্র কি ?

উ : নদীবাহিত খোয়জাত পদার্থের পরিমাণ নদীর গতিবেগের সস্থঘাতের সমানুপাতিক । এই সূত্রকে নদীর সস্থঘাতের সূত্র বলে ।

যেমন, ঘণ্টায় 2 কিমি বেগে প্রবাহিত কোনো নদী যে পরিমাণ বোঝা বহন করতে পারে, একই নদীর গতিবেগ দ্বিগুণ হলে ওই নদী ঘণ্টায় (2)6 অর্থাৎ 64 গুন বেশি পরিমাণ বোঝা বহন করতে সক্ষম হবে ।

39। ধারণ অববাহিকা কাকে বলে ?

উ : অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা খাতের মধ্য দিয়ে প্রবাহিত হলে সেগুলিকে নদী বলে । ক্ষুদ্র ক্ষুদ্র নদী দিয়ে গঠিত হয় মূল নদী । এরকম একটি মূল নদী এবং তার উপনদী ও শাখানদী বিধৌত অঞ্চলকে ওই নদীর ধারণ অববাহিকা বলে ।

40। গিরিখাত কাকে বলে ?

উ : বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে নদীর গতিবেগ খুব বেশি হয় । এই সময় নদীর নিম্নখয় বেশি হয় । এর ফলে নোদিখাত যথেষ্ট গভীর হয় । নদিখত খুব গভীর ও সংকীর্ণ হতে হতে যখন ইংরেজি অক্ষর 'V' আকৃতির হয়, তখন তাকে গিরিখাত বলে ।

41। মন্থকুপ কি ?

উ : পার্বত্য অঞ্চলে নদীর স্রোতের সঙ্গে বাহিত বড়ো বড়ো পাথরের সঙ্গে নদিখাতের সংঘর্ষের ফলে নদীর বুকে মাঝে মাঝে গর্ত সৃষ্টি হয় । এগুলিকে মন্থকুপ্ বলে ।

42। কেউসেক কি ?

উ : নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয়, তাকে কিউসেক বলে ।

43। কেউমেক কি ?

উ : নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় , তাকে মিউসেক বলে ।

44। কাসকেড কি ?

উ : যখন কোনো জলপ্রপাতের জল অজস্র ধারায় বা সিড়ির মতো ঢাল বেয়ে নিচের দিকে নামে , সেই জলপ্রপাত কে কাস্কেড বলে ।

45। অবরোহন প্রক্রিয়াকে ধ্বংসাত্মক প্রক্রিয়া বলে কেনো ?

উ : অবরোহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটে । ফলে ভূমি তার প্রকৃত উচ্চতা থেকে নীচু হতে থাকে । সেই কারণেই অবোরহন প্রক্রিয়া একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া ।

46। মধ্যগোতিতে নদীর কাজ কি ?

উ : মধ্যগোতিতে নদী বেশি বহন করে এবং অল্প ক্ষয় করে ও বেশ কিছুটা সঞ্চয় করে ।

47। উচ্চ গতিতে পার্শক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয় কেনো ?

উ : উচ্চ গতিতে নদীর ঢাল বেশি থাকায় নদীর গতিবেগ বেশি হয় । তাই এই অংশে নদী অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে । তাই এই অংশে নদীর নিম্ন ক্ষয় বেশি হয় ।

48। নিক পয়েন্ট কি ?

উ : নদীর পুনর্যৌবন লাভের ফলে নতুন ঢাল ও পুরনো ঢালের সংযোগ স্থলে যে খাঁজ তৈরি হয় তাকে নিক পয়েন্ট বলে ।

49। মধ্যগতিতে নদী চর সৃষ্টি হয় কেনো ?

উ : মধ্য গতিতে নদীর ঢাল কমে যায় ফলে নদীর বহন ক্ষমতা কম হয় । সেজন্য নদীবাহিত পদার্থগুলো নদীগর্ভে সঞ্চয় হতে থাকে । নদীর তলদেশে পলি সঞ্চয়ের জন্যই একদিকে চর জেগে ওঠে। 

50। নদীর ক্ষয় সীমা বলতে কি বোঝ ?

উ : নদী ভূপৃষ্ঠে যে উচ্চতা পর্যন্ত ক্ষয় করতে সক্ষম , সেই উচ্চতাকে নদীর ক্ষয় সীমা বলে । সাধারণভাবে নদীর ক্ষয় সীমা হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ।

Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.