বাংলা শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি আলোচনা করো ? ( Sobdartho Poribortoner Prodhan Dhara )
শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারা তিনটি -
1⃣ অর্থের বিস্তার
2⃣ অর্থের সংকোচন
3⃣ অর্থের সংশ্লেষ
এছাড়াও শব্দার্থ পরিবর্তনের দুটি অপ্রধান ধারা আছে -
1⃣ অর্থের উন্নতি
2⃣ অর্থের অবনতি
● অর্থের বিস্তার :-
যে শব্দের অর্থ আগে সংকীর্ণ বা সুনির্দিষ্ট ছিল কিন্তু পরে যদি তার ভাব বা প্রয়োগ ব্যাপকতর হয়ে পড়ে তবে সে প্রক্রিয়াকে বলে শব্দের বিস্তার।
যেমন :- কালি - কালি শব্দের মূল অর্থ কালো রঙের তরল পদার্থ । এখন কালি বলতে যেকোনো রঙের লেখার কালিকে বোঝায়। ফলে আমরা কালো কালি, লাল কালি, সবুজ কালি.. সব কালিকেই বুঝি।
1⃣ অর্থের বিস্তার
2⃣ অর্থের সংকোচন
3⃣ অর্থের সংশ্লেষ
এছাড়াও শব্দার্থ পরিবর্তনের দুটি অপ্রধান ধারা আছে -
1⃣ অর্থের উন্নতি
2⃣ অর্থের অবনতি
● অর্থের বিস্তার :-
যে শব্দের অর্থ আগে সংকীর্ণ বা সুনির্দিষ্ট ছিল কিন্তু পরে যদি তার ভাব বা প্রয়োগ ব্যাপকতর হয়ে পড়ে তবে সে প্রক্রিয়াকে বলে শব্দের বিস্তার।
যেমন :- কালি - কালি শব্দের মূল অর্থ কালো রঙের তরল পদার্থ । এখন কালি বলতে যেকোনো রঙের লেখার কালিকে বোঝায়। ফলে আমরা কালো কালি, লাল কালি, সবুজ কালি.. সব কালিকেই বুঝি।
>> শব্দার্থ পরিবর্তনের অপ্রধান ধারা
● অর্থের সংকোচন :-
প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তু বা ব্যাপকভাবে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একটি মাত্র ভাব বা বস্তুকে বোঝায় তখন সেই প্রক্রিয়াকে অর্থের সংকোচন বলে।
যেমন ;- অন্ন বলতে আগে যেকোনো খাদ্যকে বোঝাতো। কিন্তু এখন তা শুধু মাত্র ভাতকে বোঝায়।
● অর্থের সংশ্লেষ :-
শব্দের অর্থ এককালে যা প্রকাশ করেছে পরিবর্তনের ফলে তা যদি এমন ভিন্ন হয়ে দাঁড়ায় যে পরিবর্তনের যোগসূত্রটি খুঁজে পাওয়া কঠিন তখন মনে হয় শব্দটির অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে এসেছে । এধরণের পরিবর্তনকে অর্থের সংশ্লেষ বলে।
যেমন :- সন্দেশ শব্দটির আগে অর্থ ছিল সংবাদ বা খবর কিন্তু এখন অর্থ মিষ্টান্ন।
Thanks You
Can you help me in another question I am too confused
Thanks for your help