Best Discounted Deals & Offers Join Now
JOIN & SUBSCRIBE

Work With Us

StudyQuote এর সাথে যোগ দিতে আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ। আসুন আমরা একসাথে ইন্টারনেটকে আরও উপযোগী করে তুলি। StudyQuote ব্যবহারকারীদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন এবং মাসে ₹1000 পর্যন্ত আয় করুন।

বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান শেয়ার করতে আমাদের সাথে Study Quote কন্টেন্ট কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিন। আপনি যদি শিক্ষামূলক পোস্ট লিখতে আগ্রহী হন তবেই Study Quote লেখক হন।

সুবিধা :

1. মাসিক ₹১০০০ পর্যন্ত আয় করুন শুধুমাত্র আপনার জ্ঞান শেয়ার করে।
2. প্রত্যেক পোস্টের জন্য ₹5 - ₹10 করে আয় করুন।
3. প্রত্যেক সপ্তাহে পেমেন্ট পান সরাসরি আপনার Paytm / Phonepe /UPI /Google Pay তে।
4. আপনি বাংলা বা ইংরেজী উভয় Language এই লেখার সুযোগ পাবেন।
5. বিশ্বব্যাপী হাজার হাজার পাঠকের সাথে আপনার চিন্তা শেয়ার করুন।
6. আমাদের থেকে বিনামূল্যে Support পান।

নির্বাচিত হইবার যোগ্যতা ও শর্তাবলী:-

1. আপনার কাছে স্মার্টফোন এবং জ্ঞান থাকলেই আপনি Studyquote তে যুক্ত হতে পারেন।
2. শুধুমাত্র শিক্ষা বিষয়ক এবং পড়ার উপযুক্ত প্রশ্নোত্তর গ্রহণযোগ্য।
3. প্রশ্নোত্তর গুলি গুছিয়ে এবং নির্ভুল ভাবে লিখতে হবে যাতে ব্যবহারকারীদের বুঝতে কোনো অসুবিধা না হয়।
4. বিজ্ঞান, ভূগোল, ইতিহাস ও ইংরেজি র প্রশ্নোত্তর বেশি গ্রহণ করি।
5. আমরা যেকোনো ক্লাসের যেকোনো বড়ো প্রশ্ন ও উত্তর গ্রহণ করবো। তবে সেটি Unique এবং 450+ শব্দযুক্ত হতেই হবে।
6. কোনো বই বা ইন্টারনেট থেকে হুবহু কপি পেস্ট করা প্রশ্ন উত্তর আমরা গ্রহণ করিনা। যদি ধরা পড়ে তাহলে আপনি এই লাভ থেকে বঞ্চিত হতে পারেন
7. যেসব প্রশ্নোত্তর আগে থেকেই আমাদের ওয়েবসাইটে বর্তমান আছে সেইসব প্রশ্নোত্তর গ্রহণযোগ্য নয়। তবে আপনি Google এ ওই প্রশ্নটি লিখে search করতে পারেন, যদি প্রথম পৃষ্ঠাতে আমাদের ওয়েবসাইট না থাকে তাহলে আপনি ওই বিষয়ে লিখতে পারেন।
8. আমরা প্রত্যেক সপ্তাহে এবং নিম্নলিখিত ভাবে পেটেন্ট করি -
  • সপ্তাহে 15 টির অধিক হলে প্রতি প্রশ্নোত্তর পিছু 5 টাকা।
  • সপ্তাহে 20 টির অধিক হলে প্রতি প্রশ্নোত্তর পিছু 7 টাকা।
  • সপ্তাহে 25 টির অধিক হলে প্রতি প্রশ্নোত্তর পিছু 10 টাকা।
*দক্ষতা অনুযায়ী টাকার পরিমাণ বাড়তে পারে।

9. তবে মাসে আপনি 1000 টাকার বেশি আয় করতে পারবেননা।
10. যদি আপনার কন্টেন্ট এ বিশেষ কোয়ালিটি থাকে তার জন্য বিশেষ সুবিধা আছে।
11. আপনার কোনো প্রশ্ন থাকলে বা অন্যান্য শর্তাবলীর জন্য আমাদের সাথে contact করুন।

আমাদের সাথে কাজ করার প্রসেস :

ওপরে দেওয়া সব শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি নিম্নলিখিত ভাবে আমাদের সাথে কাজ করতে পারেন।

1. প্রথমে আপনি Mail বা Telegram এ আমাদের সাথে contact করে কোনো প্রশ্ন থাকলে জেনে নিন।
2. তারপর আমরা আপনাকে আপনার জ্ঞান অনুযায়ী একটি প্রশ্ন দেবো জার sample উত্তর আমাদের কাছে জমা দিন।
3. যদি ওই Sample উত্তরটা আমাদের পছন্দ হয় তাহলে আমরা আপনাকে জানাবো।
4. এরপরই আপনি উপরিউক্ত সুবিধাগুলো উপভোগ করুন।

যোগাযোগ ডিটেইলস :

Telegram : https://telegram.me/studyquote_bot


Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.